IND vs BAN: দিনের শুরুতেই ৩৭৬ রানে শেষ হয় ভারতীয় দলের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বাধিক ১১৩ রানের ইনিংস খেলেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। গতকাল জাদেজা-অশ্বিনের কারিগরি ব্যাটিংয়ের দৌলতে এই ভারতীয় দল একটি ভাল রান স্কোরবোর্ডে খাঁড়াই করেছে। অন্যদিকে বাংলাদেশ দলের কথা বলতে গেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলে দলের ওপেনার ব্যাটসম্যান সাদমান ইসলাম (Shadman Islam)। এখানেই শেষ নয় এরপর মোহাম্মদ সিরাজের বলে জাকির হাসানকে (Zakir Hasan) আউট করার একটি দুর্দান্ত সুযোগ এসেছিল কিন্তু এলবিডব্লিউ বোল্ডের আবেদন খারিজ করে দেন আম্পায়ার।
এমনকি অধিনায়ক রোহিত শর্মা কেও রিভিউ নিতে দেখা যায়নি। যে কারণে জাকেরের উইকেটটি পাওয়া হলো না সিরাজের। এরপর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বেশ ছন্দে দেখা যায়। তবে অন্য প্রান্তের ব্যাটসম্যানদের রীতিমতো সমস্যায় ফেলছিলেন ভারতীয় দলের পেসাররা। চেন্নাইয়ের উইকেটে ভারতীয় দলের পেসাররা এরূপ পারফরমেন্স বিগত তিন-চার দশক ধরেই দেখতে পাওয়া যায় না। তবে আজকে ভারতীয় দলের পেস আক্রমণ যেভাবে বোলিং প্রদর্শন দেখাচ্ছে তাতে বাংলাদেশ দলের পক্ষে টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়াবে।
আকাশের স্পেলে ব্যাকফুটে বাংলাদেশ
লাঞ্চ বিরতির একেবারেই শেষ ওভারে বোলিং করতে আসেন বাংলার পেসার আকাশদীপ (Akash Deep)। দলিপ ট্রফির মঞ্চে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়েছিলেন আকাশ, যে কারণে সরাসরি জাতীয় দলের সুযোগ পেয়ে যান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেই তার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচটি খেলার সুযোগ পেলেন। ভারতের জার্সিতে এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস পারফরম্যান্স দেখিয়েছিলেন আকাশ। অন্যদিকে আজকে লাঞ্চ বিরতির আগের ওভারেই বোলিং করতে এসে আকাশ দীপ জাকির ও মোমিনুলকে পরস্পর দুই বলেই প্যাভিলিয়নে ফেরান। আপাতত বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে। ভারতীয় দলের এই দুরন্ত পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
The speed, the cutter. Absolutely pitch off the ball. Akash deep has a long way to go.
— N (@filtered_heart) September 20, 2024
Akash Deep – The future Indian test cricket is in safe hands
— THALAPATHY YOKESH❣️ (@Yokesh_msd) September 20, 2024
Well played Akash deep 🔥🔥
— Bhalla ram devasi(टीम रविंद्र सिंह भाटी) (@DevasiBhala) September 20, 2024
Funtastic delivery
— Bhavik Patel (@hathoda_sir) September 20, 2024
Akash is the great bowler
— 𝐍𝐨𝐨𝐫 𝐌𝐮𝐡𝐚𝐦𝐦𝐚𝐝 𝐍𝐨𝐨𝐫𝐚𝐧𝐢 (@F4FB2U) September 20, 2024