অশ্বিন-জাদেজার দুর্দান্ত কামব্যাক, দিনশেষে চালকের আসনে টিম ইন্ডিয়া !! 1

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ছন্দে ফিরেছে টিম ইন্ডিয়া। চেন্নাইতে আবার একবার রাজত্ব করছেন অশ্বিন-জাদেজা জুটি। লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তাদের ঘরের মাঠে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করছেন। টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে এসে ভারতীয় ব্যাটসম্যানদের কোণঠাসা করে রেখেছিল। বিশেষ করে বাংলাদেশ দলের পেসার হাসান মাহমুদের (Hasan Mahmud) অসাধারণ বোলিংয়ে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের ১০ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরিয়ে দেন।

প্রথমে ক্যাপ্টেন রোহিত, তারপর গিল ও কোহলি আউট হতেই ভারতীয় দলকে ব্যাকফুটে দেখা যাচ্ছিল। এরপর যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও ঋষভ পন্থের (Rishabh Pant) মধ্যে একটি পার্টনারশিপ গড়ে ওঠে। দীর্ঘদিন পর জাতীয় টেস্ট দলে ফিরে এসেছেন তিনি। আজকের ম্যাচে তিনি ৫২ বলে ৬টি চারের বিনিময়ে ৩৯ রান বানিয়েছেন। পাশাপশি, ইনফর্ম যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ১১৮ বলে ৯টি চারের বিনিময়ে ৫৬ রজন বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

শতরান গড়লেন অশ্বিন

Ravi Ashwin, ind vs ban
Ravi Ashwin | Image: Getty Images

বাংলাদেশ দলের হয়ে প্রথম চার উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং যশস্বীকে প্যাভিলিয়নে পাঠাতে সক্ষম হন নাহিদ রানা। সরফরাজ খানের আগে দলে সুযোগ পাওয়া কেএল রাহুল (KL Rahul) আজকের ম্যাচেও হয়েছেন ব্যার্থ। ৫২ বল খেলে ১৬ রান বানিয়েছেন রাহুল এবং মেদিহি হাসান মিরাজের বলে হারান নিজের উইকেট। তবে ভারতীয় দলের জার্সিতে কঠিন সময়ে জাদেজা এবং অশ্বিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। ৪৩ ওভারের মাথায় ভারতীয় দল ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত।

একসময়ে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া, তো আজকের ম্যাচে (IND vs BAN) অন্যদিকে দিন শেষে আর কোনো উইকেট না হারিয়ে ৩৩৯ রানে শেষ করলো। দিন শেষে অশ্বিন ১১২ বলে ১০২ রান বানিয়েছেন এবং জাদেজা ১১৭ বলে ৮৬ রান বানিয়েছেন।

Read Also: IND vs BAN 1st Test: অশ্বিনের ছক্কায় মাতোয়ারা চেপকের গ্যালারি, ‘ঘরের ছেলে’কে কুর্নিশ প্রবীণা ভক্তের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *