তাসকিন-মাহমুদের সামনে ব্যাকফুটে টিম ইন্ডিয়া, ৩৭৬ রানে শেষ হলো প্রথম ইনিংস !! 1

IND vs BAN: দ্বিতীয় দিনের শুরুতেই তাসের ঘরের মতন ভেঙে গেল ভারতীয় ইনিংস। টস হেরে প্রথমে প্রথম করতে এসে টিম ইন্ডিয়ার প্রথম দিনে সংগ্রহ ছিল ৩৩৯। খারাপ পরিস্থিতিতে দলকে সামাল দেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা। দুই খেলোয়াড়ের যুগলবন্দিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলো টিম ইন্ডিয়া।

সকালে বাংলাদেশের নেওয়া নতুন বল খেলার রূপরেখা একেবারে বদলে দিল। ভারতীয় দলের হয়ে ব্যাটিং করতে থাকা অশ্বিন-জাদেজা জুটি আজ সকলে মাত্র ৪ রান বানাতে সক্ষম হয়। ১৯৯ রানের পার্টনারশিপ ভাঙেন বাংলাদেশ দলের প্রমুখ পেসার তাসকিন আহমেদ (Taskin Ahmed)। জাদেজা উইকেট ফানোর পর ভারতীয় দলের আর কোনো ব্যাটিং জুটিকে টিকে থাকতে দেখা যায়নি।

তাসকিন-মাহমুদের সামনে বিধস্ত টিম ইন্ডিয়া

Hasan Mahmud, ind vs ban
Hasan Mahmud | Image: Getty Images

আকাশদীপের ১৬ রান ও বুমরাহের ৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ভারতীয় দলকে ৩৭৬ রানে পৌঁছে দিয়েছে। গতকাল বাংলাদেশ দলের হয়ে উইকেট না পাওয়া তাসকিন আজ সকাল থেকেই দুরন্ত বোলিং করছিলেন এবং অশ্বিন, জাদেজা সহ আকাশদীপকে প্যাভিলিয়নে ফেরান। তাছাড়া কিংবদন্তি পেসার জসপ্রীত বুমরাহকে আউট করে আবার একটি ইনিংসে ৫ উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন হাসান মাহমুদ।

ভারতীয় দলের হয়ে সর্বাধিক ১৩১ বলে ১১টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ১১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাছাড়া, ৮৬ রানের মাথায় উইকেট হারাতে নিজের পঞ্চম টেস্ট শতরানের থেকে বিরত থাকতে হলো। ৯১.২ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ভারতীয় দলের সংগ্রহ ৩৭৬।

Read Also: IND vs BAN 1st Test: “যথেষ্ট রান রয়েছে…” ৩৭৬-এ থামলো ভারত, জাদেজা শতক হারানোয় আক্ষেপ সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *