IND vs AUS: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2023) ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) মুখোমুখি হতে চলেছে। ৭ জুন বুধবার থেকে লন্ডনের কেনিংটন ওভাল মাঠে দুই দলের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। গতবার এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। তবে নিউজিল্যান্ডের কাছে সেই ম্যাচ হেরে খালি হাতেই মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় ব্রিগেডকে। তবে এবার সেই এক ভুল করতে নারাজ রোহিত শর্মার দল। এই ম্যাচে নামার আগে কয়েকটি ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া।
Read More: BCCI-এর সঙ্গে পেড়ে উঠল না পাকিস্তান, শেষমেশ ছিটকে গেল এশিয়া কাপ থেকে !!
চোটের কারণে অজিদের বিরুদ্ধে এই মহাম্যাচে নেই জসপ্রিত বুমরাহ, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটাররা। নেই টেস্টে ভারতের অন্যতম বড় বাজি ঋষভ পন্থও। সেই জায়গায় ভারতের ব্যাটিংয়ে বড় ভূমিকা পালন করতে চলেছেন শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা। বোলিংয়ে রয়েছে মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মতো তারকারা। সব মিলিয়ে এই টিম ইন্ডিয়া বেশ শক্তিশালী। অন্যদিকে, এই ম্যাচের জন্য কোমর বেঁধে তৈরি অস্ট্রেলিয়াও। অজি শিবিরেও রয়েছে একাধিক ম্যাচ উইনার যারা যে কোন মুহুর্তে ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। সব মিলিয়ে পাঁচ দিনের একটা মারকাটারি লড়াই দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা।
IND vs AUS Final Test সম্পর্কিত তথ্যাবলী-
তারিখ- ৭ জুন, ২০২৩ (বুধবার)
সময়- দুপুর ৩.০০ টা (ভারতীয় সময়)
স্থান- কেনিংটন ওভাল, লন্ডন
IND vs AUS Final Test পিচ রিপোর্ট (Pitch Report)-
বুধবার থেকে শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে লন্ডনের কেনিংটন ওভাল ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে ব্যাটিং পিচ দেখা গেলেও, উইকেট থেকে পেসাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই পেস বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। এই লড়াইয়ে টসজয়ী দলের অধিনায়ক আগে ব্যাট করতে পারেন। বাইশ গজ ব্যাটিংয়ের পাশাপাশি পেস সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বিপক্ষকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।
IND vs AUS Final Test আবহাওয়া’র পূর্বাভাস (Weather Forecast)-
লন্ডনের কেনিংটন ওভালে বুধবার থেকে শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের সময়ে তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। আদ্রতা থাকবে ৫৬ শতাংশ। খেলা চলাকালীন ১০ শতাংশ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময় ১৯ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে পাঁচদিন ধরে ভালো একটা লড়াই দেখার অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
ভারত ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ:
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।
অস্ট্রেলিয়া দল- ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।