IND vs AUS: অপেক্ষা আর মাত্র দুই দিনের। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছে ক্রিকেটবিশ্ব। দুই হেভিওয়েটের লড়াইয়ে সাম্প্রতিককালে আধিপত্য দেখিয়েছে ভারতীয় দল। টানা দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারিয়ে ট্রফি নিয়ে ফিরেছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারারা। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করতে বদ্ধপরিকর ‘টিম ইন্ডিয়া।’ এই সিরিজে বড় ব্যবধানে জয় পেলে ভারতের সামনে খুলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রাস্তা। একই সাথে আইসিসি বিশ্বর্যাঙ্কিং-এ অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টের এক নম্বর দল হতে পারে ভারত। তাই বাড়তি তাগিদ রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। অপরপক্ষে মরিয়া অস্ট্রেলিয়াও। ২০০৪ সালের পর এই দেশে টেস্ট সিরিজ জেতে নি তারা। প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটাতে চাইবেন প্যাট কামিন্স’রাও। জমজমাট সিরিজে নির্ণায়ক ভূমিকা নিতে পারে স্পিন আক্রমণ। ভারতের স্পিনারদের মোকাবিলা করার জন্য আগে থেকেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন অজি ব্যাটাররা। ওয়ার্নার (David Warner), খোয়াজাদের (Usman Khawaja) বিরুদ্ধে বাজিমাত করতে কাদের নিয়ে বোলিং আক্রমণ সাজাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা নিয়ে আগ্রহ রয়েছে। ম্যাচ শুরুর আগে ভারতের সম্ভাব্য একাদশ বেছে নিলেন প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। স্পিন বিভাগে বড় চমক রেখেছেন জাফর।
জাফরের একাদশে রয়েছেন কে এস ভরত-

অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে ভারতকে সমস্যায় ফেলেছে নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পন্থের (Rishabh Pant) না থাকা। সড়ক দূর্ঘটনায় আহত পন্থ অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন। শুধুমাত্র উইকেটরক্ষক নন, পন্থ এই মুহূর্তে ব্যাটারদের টেস্ট র্যাঙ্কিং-এ ভারতীয়দের মধ্যে এক নম্বর। তাই এই গুরুত্বপূর্ণ সিরিজে তাকে না পাওয়া বড় ক্ষতি বলে মেনে নিচ্ছেন সকলেই। ঋষভ (Rishabh Pant) না থাকায় আরেক বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষণ’কে (Ishan Kishan) চাইছিলেন অনেকে। তবে ওয়াসিম জাফরের (Wasim Jaffer) মতে পন্থের বদলি হিসেবে জায়গা পাওয়া উচিৎ কে এস ভরতের। ভরত (KS Bharat) গত দেড় বছর ভারতীয় দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রয়েছেন, অবশেষে হয়ত অভিষেক হতে চলেছে তাঁর। দলের ব্যাটিং বিভাগে বিশেষ কোনো চমক রাখেন নি ওয়াসিম জাফর। শুভমান গিল (Shubman Gill) না কে এল রাহুল (KL Rahul), কে রোহিত শর্মার (Rohit Sharma) সাথে ওপেন করবেন তা নিয়ে জল্পনা ছিলো। জাফরের একাদশে ওপেনিং-এ জায়গা হয়েছে রাহুলের। শুভমানকে রেখেছেন ৫ নম্বরে। তিনে রয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রেকর্ড বরাবর দুর্দান্ত। পূজারা ইস্পাত কঠিন রক্ষণ আরও একবার অজিদের ধৈর্য্যের পরীক্ষা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। জাফরের ব্যাটিং অর্ডারে ষষ্ঠস্থানে জায়গা হয়েছে কে এস ভরতের।
স্পিন বিভাগে চমক রাখছেন জাফর-

ভারতের মাঠে খেলা। উইকেটে টার্ন থাকবে তা সকলেই জানেন। সেই কথা মাথায় রেখেই দুই পেসারের সাথে তিন স্পিনার খেলানোর কথা ভেবেছেন ওয়াসিম জাফর (Wasim Jaffer)। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চোট সারিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটের পরিসরে। তাঁকে সাত নম্বরে রেখেছেন জাফর। জাদেজার সাথে জুড়ে দিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিনকে। ভারতের মাঠে অস্ট্রেলিয়ার কাছে দুঃস্বপ্নের আরেক নাম রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। ২০১২-১৩ মরসুমে বর্ডার-গাওস্কর ট্রফিতে ২৯ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছিলেন অশ্বিন। ২০১৬-১৭ মরসুমেও ভারতে অনুষ্ঠিত সিরিজে ২১ উইকেট যায় তাঁর ঝুলি। ৪৫০ উইকেটের মাইলস্টোন থেকে ঠিক ১ উইকেট দূরে দাঁড়িয়ে থাকা অশ্বিন’কে নিয়ে এইবারও সমস্যায় পড়তে হবে অস্ট্রেলিয়াকে। গত কয়েকমাসে টেস্ট ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। মাত্র ৮ টেস্ট খেলেছেন তিনি। উইকেট সংখ্যা ৪৭। বোলিং গড়’ও দুর্দান্ত তাঁর। তবুও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অক্ষরকে বাইরে রেখেছেন জাফর (Wasim Jaffer)। চমক হিসেবে একাদশে জুড়ে দিয়েছেন কুলদীপ যাদবের (Kuldeep Yadav) নাম। অশ্বিন-জাদেজার অফস্পিনের সাথে কুলদীপের বাঁ-হাতি লেগস্পিনের বৈচিত্র্য ধাঁধায় ফেলবে স্টিভ স্মিথ (Steve Smith), মার্নাস লাবুশেনদের (Marnus Labushchagne)। এমনটাই মনে করছেন জাফর। একাদশে দুই পেসার রেখেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানো মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও অভিজ্ঞ মহম্মদ শামি’কে (Mohammed Shami) নতুন লাল বল হাতে রান আপে দেখতে চান তিনি।
জাফরের পছন্দের ভারতীয় একাদশ-
My India XI for First Test:
1. Rohit (c)
2. KL
3. Pujara
4. Virat
5. Shubman
6. Bharat (wk)
7. Jadeja
8. Ashwin
9. Kuldeep
10. Shami
11. SirajHard to leave out Axar but Kuldeep brings variety as a wrist spinner.
What's your XI? #INDvAUS #BorderGavaskarTrophy
— Wasim Jaffer (@WasimJaffer14) February 6, 2023