IND vs AUS: শেষ মুহূর্তে ছিটকে গেলেন বিশ্বকাপজয়ী তারকা, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে স্কোয়াডে বদল অস্ট্রেলিয়ার !! 1

IND vs AUS: রবিবার বিশ্বকাপের ফাইনালে (ICC World Cup 2023) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS)। টানা দশ ম্যাচে অপরাজিত টিম ইন্ডিয়ার হাতেই তৃতীয় বিশ্বখেতাব দেখছিলেন দেশের ক্রিকেটজনতা। কিন্তু মাঠে উপস্থিত ৯৩হাজার জনতাকে রুদ্ধবাক করে রেখে ট্রফি ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। ফাইনালে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং-ক্রিকেটের তিন বিভাগেই আয়োজক দেশকে টেক্কা দিয়েছে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। জিতেছে তাদের ষষ্ঠ বিশ্বখেতাব। ম্যাচ শেষে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) যন্ত্রণাক্লিষ্ট চোখমুখের ছবি কষ্ট দিয়েছে দেশের দেড়শ কোটি মানুষকে।

বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের রেশ কাটার আগেই ফের মাঠে নামতে হচ্ছে ‘মেন ইন ব্লু’কে। বদলাচ্ছে না প্রতিপক্ষ’ও। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টি-২০ সিরিজ। প্রথম ম্যাচটি আয়োজিত হবে বিশাখাপত্তনমে। বাকি ম্যাচগুলি থাকছে যথাক্রমে তিরুঅনন্তপুরম, গুয়াহাটি, রায়পুর এবং হায়দ্রাবাদে। এই সিরিজে অধিকাংশ সিনিয়রদের বিশ্রাম দিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা নেই, নেই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বা কে এল রাহুল’ও। সেই কারণে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ভারতের অধিনায়ক করা হয়েছে। সহ-অধিনায়ক হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। শেষ দুই ম্যাচে এই ভূমিকায় দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। একই পথে হেঁটেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সারির দল খেলাচ্ছে তারাও। সদ্য বিশ্বকাপ জেতা দল থেকে মাত্র সাত সদস্য থাকছেন ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে।

Read More: World Cup 2023: আবার চার বছরের প্রতীক্ষা, জেনে নিন কবে, কোথায় আয়োজিত হতে চলেছে ২০২৭-এর বিশ্বকাপ !!

নেতা ওয়েড, ভারতের বিপক্ষে নেই ওয়ার্নার-

David Warner | IND vs AUS | Image: Getty Images
David Warner | Image: Getty Images

অস্ট্রেলিয়া দলের টি-২০ অধিনায়ক হিসেবে স্থায়ী দায়িত্ব সম্ভবত দেওয়া হবে মিচেল মার্শকে (Mitchell Marsh)। মাসখানেক আগে তিনিই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতার ভূমিকা পালন করেছিলেন। কিন্তু ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে নেই তারকা অলরাউন্ডার। বদলে উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েডের (Matthew Wade) কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও দলে সুযোগ পেয়েছেন ম্যাট শর্ট (Matt Short), টিম ডেভিড (Tim David), জেসন বেহরেনডফ, নাথান এলিসদের মত এমন অনেকে যাঁরা ছিলেন না বিশ্বকাপের স্কোয়াডে। ২০২৪ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ওডিআই’তে সেরার শিরোপা জেতার পর কুড়ি-বিশের ফর্ম্যাটেও খেতাব জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া থাকবে অজিরা। ভারত সফরে তাই নতুনদের দেখে নেওয়ার প্রচেষ্টা নিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।

তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেল থাকছে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে। বিশ্বকাপজয়ী দল থেকে টি-২০ সিরিজে সুযোগ পেয়েছেন ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড (Travis Head)। রয়েছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), মার্কাস স্টয়নিস, জশ ইংলিস, শন অ্যাবট (Sean Abbott) এবং অ্যাডাম জাম্পা। বেশ কিছু দিন আগে যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিলো তাতে ছিলেন ডেভিড ওয়ার্নার’ও (David Warner)। কিন্তু সিরিজ শুরু হওয়ার আগে সরিয়ে দেওয়া হলো তাঁকে। আপাতত বিশ্রামে থাকবেন বিশ্বকাপে ৫৩৫ রান করা তারকা ওপেনার। দেশের মাটিতে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন, জানিয়ে রেখেছেন ওয়ার্নার। বিশ্রামের পর পাক সিরিজেই ফোকাস থাকবে তাঁর। ওয়ার্নারের বদলি হিসেবে অ্যারন হার্ডি’কে (Aaron Hardie) জায়গা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া দলে।

IND vs AUS সিরিজে অস্ট্রেলীয় স্কোয়াড-

ম্যাথু ওয়েড (অধিনায়ক/উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যারন হার্ডি, জেসন বেহরেনডফ, শন অ্যাবট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, তনবীর সাঙ্ঘা।

Also Read: World Cup 2023: বিশ্বকাপ জিততে না পেরে ট্রভিস হেডকে নোংরা আক্রমণ নেটপাড়ার, স্ত্রী ও মেয়েকে দিল ধর্ষণের হুমকি !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *