IND vs AUS: নির্বিষ বলে খোঁচা দিয়ে উইকেট খোয়ালেন বিরাট কোহলি ! মার্ফি ম্যাজিকে ম্যাচে ফেরার চেষ্টায় অস্ট্রেলিয়া !! 1

IND vs AUS: গতকাল থেকে শুরু হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। চতুর্থ ইনিংসে ব্যাট করার চ্যালেঞ্জ এড়াতে পারলেও টস জয়ের বিশেষ ফায়দা তুলতে পারে নি ক্যাঙারুবাহিনী। ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ১৭৭ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। পাঁচ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নায়ক হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রণ অশ্বিনও নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো ভারত। দ্রুত রান তুলছিলেন অধিনায়ক রোহিত শর্মা। যে পিচে ব্যাট করতে গিয়ে নাজেহাল দশা হচ্ছিলো অজি ব্যাটারদের, সেই একই পিচে রোহিত’কে অদম্য মনে হচ্ছিলো গতকাল। খেলা শেষের খানিক আগে আউট হন আরেক ওপেনার কে এল রাহুল (KL Rahul)। নৈশপ্রহরী রবিচন্দ্রণ অশ্বিন’কে (Ravichandran Ashwin) নিয়ে অপরাজিত থাকেন রোহিত (Rohit Sharma)। দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই প্রত্যাঘাত করে অস্ট্রেলিয়া। বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতেও যে তারা রাজী নয়, আজ বুঝিয়ে দিলো ক্যাঙারুবাহিনী। ভারতকেই স্পিনের জালে ফাঁসিয়ে পরপর উইকেট তুলে নিলো তারা। বিরাট কোহলির থেকে প্রতিরোধ আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু টড মার্ফির (Todd Murphy) বলে উইকেট হারালেন তিনিও।

ফর্ম উধাও বিরাটের ব্যাটে, অভিষেকে কামাল মার্ফির-

IND vs AUS | image: Gettyimages
Debutant Todd Murphy’s successful run at Nagpur continues as he sends Virat Kohli back to the pavilion

গতকাল ২০ রান করে ফিরেছিলেন কে এল রাহুল (KL Rahul)। আজ সকালে রোহিত শর্মার সাথে কিছুক্ষণ সঙ্গত করেন অশ্বিন (Ravichandran Ashwin)। কিন্তু ২৩ রান করে ফিরে যান তিনিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ চলে নি চেতেশ্বর পূজারার ব্যাট’ও। ভারতের তিন ব্যাটারকেই সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন নাগপুরের মাঠেই প্রথমবার টেস্ট খেলতে নামা টড মার্ফি (Todd Murphy)। প্রথম টেস্টের সবচেয়ে দামী উইকেটটিও নিজের ঝুলিতে ভরে ফেললেন ২২ বছরের তরুণ। ফিরিয়ে দিলেন বিরাট কোহলিকে (Virat Kohli)। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে অসামান্য ব্যাটিং করেছিলেন বিরাট। ৩ ম্যাচের সিরিজে ২ খানি শতরান ছিলো তাঁর। ৩ ম্যাচে করেছিলেন ২৮৩ রান। বিশ্বকাপের বছরে অবশেষে দীর্ঘ তিন বছরের রানখরা কাটিয়ে ছন্দে ফিরেছেন বিরাট। এমনটাই ভেবেছিলেন ভারতীয় দলের সমর্থকেরা। অনেকটা আশ্বস্ত হয়েছিলেন তাঁরা। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ মিটতেই আরও একবার রানের আকাল দেখা যাচ্ছে কোহলির (Virat Kohli) ব্যাটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে রান পান নি। টেস্টে এসেও রানের দেখা পেলেন না বিরাট (Virat Kohli)। আজ ২৬ বলে ১২ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি। যেভাবে বলের গতিপথ বুঝতে না পেরে খোঁচা দিয়ে আউট হলেন, তা তাঁর মত সিনিয়র ক্রিকেটারের থেকে কখনোই কাম্য নয়। টড মার্ফির (Todd Murphy) নির্বিষ ডেলিভারি লেগ সাইডের দিকে যাচ্ছিলো। নির্দ্বিধায় ছেড়ে দিতে পারতেন বিরাট। কিন্তু মুহূর্তের অসাবধানতায় খোঁচা মেরে বসেন। প্রথম চেষ্টায় বল তালুবন্দী করতে পারেন নি অ্যালেক্স ক্যারি (Alex Carey)। কিন্তু বিরাটের দুর্ভাগ্য, দ্বিতীয় প্রচেষ্টায় বল আশ্রয় নেই অজি উইকেটরক্ষকের দস্তানায়। পরপর উইকেট তুলে নিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া দলকে খানিক অক্সিজেন দিলেন নবাগত মার্ফি।

দেখে নিন বিরাট কোহলির উইকেটটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *