IND vs AUS 5th Test: শেষ টেস্টে রোহিত-কোহলিকে ছেঁটে ফেলছে ভারত, একাদশে থাকছে তিন পরিবর্তন !! 1

IND vs AUS: সঙ্কটে ভারতীয় দল। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বক্সিং ডে দ্বৈরথে হেরে বসেছে তারা। বর্ডার-গাওস্কর ট্রফিতে পিছিয়ে পড়েছে ১-২ ফলে। সিডনিতে আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা পঞ্চম ম্যাচটি এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে ‘মাস্ট উইন।’ শেষ ১০ বছর বর্ডার-গাওস্কর ট্রফির মালিকানা ধরে রেখেছিলো ‘মেন ইন ব্লু।’ এর মধ্যে দুই বার ঘরের মাঠে সিরিজ জিতেছে তারা। দুই বার জিতেছে বিদেশের মাঠে। সিডনিতে হারলে বা ড্র করলে সেই একাধিপত্য চুরমার হবে কোহলি-বুমরাহদের (Jasprit Bumrah)। একইসাথে মুছে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা রাখার যাবতীয় সম্ভাবনাও। জোড়া ব্যর্থতার অন্ধকার এড়িয়ে আলোর সরণিতে হাঁটতে হলে জয়ই একমাত্র রাস্তা। তাই সর্বস্ব পণ করতেও রাজী টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে নেওয়া হতে পারে একাধিক সাহসী সিদ্ধান্ত।

Read More: ‘অপয়া’ কি গম্ভীর নাকি অন্য কেউ? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে উঠছে প্রশ্ন !!

রোহিত-কোহলির বদলি প্রস্তুত-

Virat Kohli and Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) মুখ থুবড়ে পড়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) দুজনেই। ভারত অধিনায়কের ব্যাটিং গড় এখনও অবধি ৬.২০। ভারতের জার্সিতে প্রথম সাতে ব্যাটিং করা কোনো ক্রিকেটার কখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) কোনো সিরিজে এত কম গড় নিয়ে মাঠে নামেন নি। অফ ফর্মের অন্ধকারে নিমজ্জিত রোহিত নিজেই সিডনি টেস্ট থেকে সরে যেতে পারেন জসপ্রীত বুমরাহ’র হাতে নেতৃত্বভার তুলে দিয়ে। ব্যাটিং অর্ডারে তাঁর বদলি হিসেবে দেখা যেতে পারে অভিমন্যু ঈশ্বরণকে (Abhimanyu Easwaran)। পার্‌থ টেস্টে অভিষেকের কথা ছিলো তাঁর। কিন্তু মাঠে নামান নি কোচ গম্ভীর। শেষমেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তিম দ্বৈরথে দেশের ৩১৭তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হতেই পারে তাঁর। ওপেনিং স্লট হয়ত ফিরে পাবেন রাহুল। তিনে খেলতে হবে অভিমন্যুকে।

সিডনিতে কোহলির (Virat Kohli) খেলাও বেশ অনিশ্চিত। পার্‌থ-এ একটি শতরান ছাড়া কোনো উল্লেখযোগ্য রান পান নি তিনি। বারবার অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপ বা উইকেটরক্ষকের হাতে ধরা পড়েছেন। ‘ডু অর ডাই’ ম্যাচে তাঁকেও বাইরে রাখার কঠিন সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। বদলিও প্রস্তুত রয়েছেন ভারতীয় সাজঘরে। দীর্ঘ সময়ে রিজার্ভ বেঞ্চে কাটানোর পর অস্ট্রেলিয়ার মাঠে অবশেষে টেস্ট খেলার সৌভাগ্য হতে পারে সরফরাজ খানের (Sarfaraz Khan)। সিডনির মাঠে পেসের চেয়েও বেশী কার্যকরী হয় স্পিন। ঘূর্ণি বোলিং-এর বিরুদ্ধে যথেষ্ট সাবলীল সরফরাজ। লিয়ঁ, হেডদের স্বচ্ছন্দে সামলে নিতে পারবেন তিনি। আতসকাঁচের নীচে রয়েছেন ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। কিন্তু পঞ্চম টেস্টে হয়ত একটা শেষ সুযোগ পেতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার।

পেস বিভাগে দেখা যাবে এক নতুন মুখ-

Akash Deep | Image: Getty Images
Akash Deep | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) দুর্দান্ত পারফর্ম করছেন জসপ্রীত বুমরাহ। টিম ইন্ডিয়াকে কার্যত একাই লড়াইতে রেখেছেন তিনি। ৩০ উইকেট নিয়েছেন ১২.৮৩ গড়ে। সিরিজ সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন ভারতের তারকা পেসার। সিডনিতে তাঁর খেলা নিয়ে কোনো সংশয় নেই। আহামরি ফর্মে নেই সিরাজ। কিন্তু হায়দ্রাবাদের পেসারকেও সম্ভবত রিজার্ভ বেঞ্চে পাঠাবেন না কোচ গৌতম গম্ভীর। বাদ পড়তে পারেন আকাশ দীপ (Akash Deep)। বাংলার ফাস্ট বোলার চেষ্টা চালাচ্ছেন নিরন্তর, কিন্তু পূর্ণ হচ্ছে না উইকেটের ঝুলি। গত দুটি ম্যাচে মাত্র ৫টি সাফল্য পেয়েছেন তিনি। পঞ্চম টেস্টটিতে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে টিম ইন্ডিয়া। বদলে সুযোগ দেওয়া হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণাকে (Prasidh Krishna)। চলতি সিরিজে এখনও অবধি একটিও ম্যাচে খেলেন নি তিনি। শেষ ম্যাচে তিনি হয়ে উঠতে পারেন ট্রাম্প কার্ড।

Also Read: IND vs AUS: টিম ইন্ডিয়ার লজ্জার হারের পরেও দুর্দান্ত রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ, ICC দিচ্ছে যোগ্য সম্মান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *