IndIND vs AUS: আগামী ২৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া ( IND vs AUS) চতুর্থ টেস্ট ম্যাচটি। মেলবোর্নের দ্বৈরথের দিন তিনেক আগে বড় সিদ্ধান্ত নিলো ‘মেন ইন ব্লু।’ স্কোয়াডেই রদবদলের সিদ্ধান্ত নিলো তারা। মহম্মদ শামির (Mohammed Shami) ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন ক্রিকেটজনতা। কিন্তু অধিনায়ক রোহিতের (Rohit Sharma) দলে সুযোগ পেলেন না বাংলার পেসার। সংবাদমাধ্যমে ছড়িয়েছিলো অধিনায়ক ও পেস তারকার সম্পর্কের শৈত্যের খবর। শোনা গিয়েছিলো যে ফিটনেস ইস্যুতেই মতান্তর হয়েছে তাঁদের। সাংবাদিক সম্মেলনে এর আগে রোহিত জানিয়েওছিলেন যে শামিকে উড়িয়ে আনার পক্ষপাতী নন তিনি। শেষমেশ বজায় রইলো তাঁর মতই। শেষ দুটি টেস্টের (IND vs AUS) জন্য সুযোগ দেওয়া হলো মুম্বইয়ের তনুষ কোটিয়ানকে।
Read More: IND vs AUS 4th Test: বাদ পড়ছেন নীতিশ কুমার রেড্ডি, মেলবোর্নে বদলে যাচ্ছে ভারতীয় একাদশ !!
ডাক পেলেন না মহম্মদ শামি-
এক বছরেরও বেশী সময় প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিলো মহম্মদ শামিকে (Mohammed Shami)। গোড়ালির অস্ত্রোপচারের পর চলেছে রিহ্যাব। শেষমেশ গত নভেম্বরে তাঁকে মাঠে ফেরার ব্যাপারে সবুজ সংকেত দেয় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) চিকিৎসকেরা। সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানোর সুযোগ দেওয়া হয় নি শামিকে। ঘরোয়া ক্রিকেট খেলে ফিটনেস প্রমাণের নির্দেশ দেয় বিসিসিআই। সেইমত বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন তিনি। সৈয়দ মুস্তাফা আলি ট্রফিতেও খেলেছেন নয়টি ম্যাচ। আশা ছিলো যে এরপর অস্ট্রেলিয়া উড়ে যাবেন শামি (Mohammed Shami), অংশ নেবেন টেস্ট সিরিজে (IND vs AUS)। কিন্তু শামির শারীরিক পরীক্ষার পর গতকাল দুঃসংবাদই জানিয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা।
সোমবার বিকালে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই। মহম্মদ শামি’র (Mohammed Shami) ফিটনেস সংক্রান্ত যাবতীয় তথ্য আনা হয় প্রকাশ্যে। বোর্ড জানিয়েছে যে দীর্ঘ বিরতির পর একনাগাড়ে বোলিং করার ফলে বাম হাঁটু ফুলে গিয়েছে তারকা পেসারের। যদিও এই সমস্যা অপ্রত্যাশিত নয় বলেই মত বিশেষজ্ঞদের। আপাতত শামিকে অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) অংশ নেওয়ার ছাড়পত্র যে দেওয়া হচ্ছে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ঐ প্রেস বিজ্ঞপ্তিতে। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। তার আগে কোনো ঝুঁকি নিতে রাজী নয় বোর্ড। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে। শামিকে রেখেই বিজয় হাজারে ট্রফির দল (Vijay Hazare Trophy) গড়েছিলো বাংলা। তবে ওয়ান ডে টুর্নামেন্টে তিনি আদৌ অংশ নেবেন কিনা তা তাঁর ফিটনেস খতিয়ে দেখেই ঠিক করা হবে বলে ঘোষণা করেছে বিসিসিআই।
অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন তনুষ কোটিয়ান-
শামি (Mohammed Shami) সুযোগ না পেলেও আচমকাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টেস্ট দলে জায়গা করে নিলেন মুম্বইয়ের স্পিন বোলিং অলরাউন্ডার তনুষ কোটিয়ান। সিরিজের মাঝপথেই অবসর নিয়েছেন কিংবদন্তি রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর শূন্যস্থান পূরণের জন্য ডেকে নেওয়া হয়েছে তনুষকে (Tanush Kotian)। ২৬ বর্ষীয় তারকার অন্তর্ভুক্তির বিষয়ে মুখ খুলেছেন অধিনায়ক রোহিত। জানান, “তনুষ কোটিয়ান আগে অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছে। কুলদীপ (যাদব)-এর ভিসা নিয়ে সমস্যা ছিলো আর সম্ভবত ও সম্পূর্ণ ফিটও না। অক্ষর প্যাটেল সদ্য বাবা হয়েছে। আমাদের এমন কাউকে প্রয়োজন ছিলো যে দ্রুত এসে পৌঁছতে পারে। এখানে ভালো পারফর্ম করেছিলো তনুষ। গত দুই বছর ধরেই বেশ ধারাবাহিক। যদি মেলবোর্ন বা সিডনিতে জোড়া স্পিনার খেলাতে হয়,তাই একজন ব্যাক-আপ চাইছিলাম আমরা।”