IND vs AUS: গতকাল থেকে নাগপুরে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। খেলা শুরুর আগেই বিবৃতি এবং পাল্টা বিবৃতিতে ক্রিকেটের আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছিলো। ভারতের পিচের চরিত্র কেমন হবে তা নিয়ে সন্দিহান ছিলেন অস্ট্রেলীয় বিশেষজ্ঞরা। ইয়ান হিলির মত কেউ কেউ সটান ভারতের পিচ’কে ‘অন্যায্য’ বলে বসেছিলেন। স্পিন অস্ত্র ব্যবহার করে অস্ট্রেলিয়াকে ফাঁদে ফেলার জন্য র্যাঙ্ক টার্নার প্রস্তুত করবে ভারত, এমন খবর আগেই ভাসিয়ে দেওয়া হয়েছিলো সংবাদমাধ্যমে। ‘হোম অ্যাডভান্টেজ’ ব্যবহারে দোষ কোথায়? পালটা প্রশ্ন তুলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। এ তো গেলো মাঠের বাইরের কথা। মাঠের ভিতরে গতকাল, অর্থাৎ টেস্টের প্রথম দিন কথার লড়াই চলতে দেখা গেলো বারবার। স্টিভ স্মিথের (Steve Smith) দিকে ফাস্ট বোলারসুলভ আগ্রাসন দেখিয়ে গিয়ে গিয়ে কিছু বলেন ভারতের মহম্মদ সিরাজ। পাল্টা কিছু বলেন স্মিথও। আরেক অজি ব্যাটার মার্নাস লাবুশেনের সাথে লাগে স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin)। আঙুল দিয়ে ইঙ্গিত করে তাঁকে কিছু বলেন অশ্বিন। স্মিত হেসে পালটা দেন লাবুশেনও। দ্বিতীয় দিনেও এমন ছোটোখাটো কথার লড়াই জারি রইলো। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের উদ্দ্যেশ্যে বাক্যবান ছুঁড়লেন রোহিত শর্মা।
চোখধাঁধানো শতরান রোহিতের-

প্রথম দিনের শেষে রোহিত শর্মা (Rohit Sharma) ক্রিজে ছিলেন ৫৬ রান করে। দ্বিতীয় দিনে টপ অর্ডারের অন্যান্য ব্যাটারদের ব্যর্থতার মাঝেও উজ্জ্বল নক্ষত্রের মত জ্বলে রইলেন তিনি। টেস্ট ক্রিকেটে নিজের নবম শতরানটি সম্পূর্ণ করলেন রোহিত। ২১২ বলে ১২০ রানের ইনিংসে মেরেছেন ১৫টি চার এবং ২টি ছক্কা। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান এসেছিলো তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টেও সেই ফর্ম ধরে রাখলেন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার সফলতম বোলার টড মার্ফিকে (Todd Murphy) কভারের ওপর দিয়ে লফটেড ড্রাইভ মেরে শতরান সম্পূর্ণ করেন রোহিত। অধিনায়ক ভালো খেললেও টপ অর্ডারের বাকি ব্যাটারদের মধ্যে সফল নন কেউই। চেতেশ্বর পূজারা (৭), বিরাট কোহলি (১২), কে এস ভরত (৮) টড মার্ফির শিকার হন। টেস্ট অভিষেকে মাত্র ৮ রান করে নাথান লিয়ঁ’র বলে আউট হন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রোহিতের সাথে জুটি বেঁধে ভারতীয় ইনিংস’কে এগিয়ে নিয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। দিনের শেষে ৬৬ রানে অপরাজিত তিনি। প্যাট কামিন্সের (Pat Cummins) বলে রোহিত শর্মা আউট হওয়ার পর জাদেজা’কে (Ravindra Jadeja) যোগ্য সঙ্গত করলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। দিনের শেষে জাদেজা ৬৬ এবং অক্ষর ৫২ রানে অপরাজিত রয়েছেন। ভারতের লিড ১৪৪ রানের।
স্টাম্প মাইকে ধরা পড়লেন রোহিত শর্মা-

বিরাট কোহলি আঊট হওয়ার পর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) । বল হাতে গতকাল সফল হিয়েছিলেন জাড্ডু, আজ ব্যাটিং-এ মুন্সীয়ানা দেখালেন তিনি। রোহিত শর্মার সাথে তাঁর একটি দীর্ঘ পার্টনারশিপ হয়। ভারতীয় ইনিংসের ৭৭তম ওভারের দ্বিতীয় বলে মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) ডেলিভারি শর্ট-থার্ড ম্যাচে ঠেলে এক রান নিয়েছিলেন জাদেজা। বল গিয়েছিলো স্টিভ স্মিথের হাতে। দ্বিতীয় রানের লক্ষ্যে দৌড়ানোর জন্য রোহিতকে আহ্বান জানিয়েছিলেন জাড্ডু। কিন্তু প্রত্যাখ্যান করেন ভারতীয় অধিনায়ক। স্মিথকে (Steve Smith) ইঙ্গিত করে রোহিত’কে বলতে শোনা যায়, “…এ পাগল আছে খানিক।” জাদেজা (Ravindra Jadeja) রান নিতে চাইলে দুরন্ত থ্রো’তে রান আউট করতে সক্ষম স্মিথ। এমনটাই বোঝাতে চেয়েছিলেন ‘হিটম্যান।’ স্টাম্প মাইকের একদম কাছেই দাঁড়িয়ে ছিলেন রোহিত। ফলে টেলিভিশনের পর্দায় চোখ রাখা সকলে শুনতে পান তাঁর উক্তি। রোহিত ও জাদেজার এই কথোপকথনের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের দেওয়ালে।
দেখে নিন ঘটনার ভিডিও-
— Aditya Kukalyekar (@adikukalyekar) February 10, 2023