IND vs AUS: যোগ্য দল হিসেবেই নাগপুর জয় করল ভারত। অস্ট্রেলিয়াকে এ দিন ১৩২ রানে হারিয়ে দিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল রোহিত শর্মার দল। শনিবার, প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হওয়ার পরই লাঞ্চে গিয়েছিল দুই দল। ২২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার সামনে লরাইটা লড়াই ছিল। নাগপুরে আজ তৃতীয় দিনে স্পিনবান্ধব উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জালে আটকে গেল অজি ব্রিগেড। তবে এর মধ্যেও খারাপ খবর অপেক্ষা করে ছিল ভারতের জন্য। ম্যাচ শেষে জানা গেল তাকে ফাইনের মুখে পড়তে হয়েছে।
শাস্তির মুখে পড়তে হল জাদেজাকে
জানা গিয়েছে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আইসিসি জাদেজাকে লেভেল-১ নিয়ম লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে এবং এই জরিমানা আরোপ করে। আইসিসি এই বিষয়ে তথ্য দিয়ে একটি বিবৃতি জারি করেছে। আইসিসি জানিয়েছে যে জাদেজা নাগপুরে খেলা প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন আচরণবিধির ধারা ২.২০ লঙ্ঘন করেছিলেন। ৯ ফেব্রুয়ারি, ম্যাচের প্রথম দিনে জাদেজাকে তার আঙুলে ক্রিম লাগাতে দেখা যায়।
এ দিকে, শনিবারের বারবেলায় একটি সেশনেই ১০ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া জাদেজার স্পিনে নতজানু হয় আর দ্বিতীয় ইনিংসে অশ্বিনের জালে আটকা পড়ে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে নাগপুর টেস্টে ইনিংস ও বিরাট রানের ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। টেস্টে ভারতের মাটিতে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ইনিংস। এর আগে কখনই এত খারাপ ব্যাটিং করেনি কোন অজি দল
বর্ডার-গাভাস্কার সিরিজে এগিয়ে গেল ভারত
এ দিনের এই জয়ের ফলে চার টেস্টের বর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়াকে আজ দিনের বাকি দুই সেশনের পুরোটা ব্যাট করতে দেয়নি ভারতের স্পিন ‘ত্রয়ী’ অশ্বিন-জাদেজা-অক্ষর। এই তিন স্পিনার নিজেদের মধ্যে অস্ট্রেলিয়ার ১০ উইকেটের ৮টি ভাগ করে নেন। ৩৭ রানে ৫ উইকেট নেন অশ্বিন। ৩৪ রানে ২ উইকেট জাদেজার। ২টি উইকেট পেসার মোহাম্মদ শামির ও ১টি উইকেট বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের।