IND vs AUS: অপেক্ষা আর কিছুদিনের। আগামী ৯ ফেব্রুয়ারী নাগপুরের জামথা স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাওস্কর ট্রফি। চার টেস্টের এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই চড়েছে আগ্রহের পারদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাঠে গত দুটি সিরিজ জিতে এসেছে ভারত। ঘরের মাঠে এবার আধিপত্য ধরে রাখার লড়াই। উপমহাদেশে গত কয়েক বছরে ভালো ফল করেছে অজিরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে। ড্র করেছে শ্রীলঙ্কার ঘূর্ণি পিচে। তাছাড়াও নিজেদের ঘরের মাঠে উইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ভারতে পা দিয়েছে ক্যাঙারুরা। তাই আত্মবিশ্বাস সাথে করেই মাঠে নামবে তারা। মরিয়া লড়াইয়ের প্রত্যাশা করা যেতে পারে ভারতের কাছেও। এই সিরিজে বড় ব্যবধানে জিতলে ‘টিম ইন্ডিয়া’র কাছে খুলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দরজা। একইসাথে জয় পেলে অস্ট্রেলিয়াকে সরিয়ে বিশ্ব র্যাঙ্কিং-এ পয়লা নম্বরে চলে আসবে ভারতীয় দল। একই সময়ে টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি-২০ তে পয়লা নম্বরে থাকার অনন্য রেকর্ড গড়তে পারে ‘মেন ইন ব্লু।’ গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে চোট-আঘাত রয়েছে দুই দলেই। ভারতের হয়ে দেখা যাবে না শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। আর অস্ট্রেলিয়া দলে অনিশ্চিত ক্যামেরন গ্রিন (Cameron Green)। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফ্যানেদের উদ্বেগ বাড়িয়েছিলো একটি ভাইরাল ট্যুইট। সহ-অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) নাকি খেলবেন না গোটা সিরিজে, এমনই লেখা ছিলো তাতে। সেই ট্যুইট ঘিরে আলোচনায় সরগরম হয় সোশ্যাল মিডিয়া।
সিরিজের বাইরে রাহুল? চাঞ্চল্যকর ট্যুইট এলো সামনে-

বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ৪ দিন। ভারতীয় দল এরমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে জোরকদমে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ দলে ছিলেন না বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মত হেভিওয়েট ক্রিকেটারেরা। ছুটি কাটিয়ে তাঁরাও যোগ দিয়েছেন দলের সঙ্গে। বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির সাথে সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কে এল রাহুল (KL Rahul)। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা তাঁরও। ৯ ফেব্রুয়ারী প্রথম টেস্টটি হবে নাগপুরে। এর পর দিল্লী, ধর্মশালা হয়ে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সিরিজ নিয়ে নানা জল্পনাকল্পনার মাঝেই সামনে আসে একটি ট্যুইট। দেখা যায় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফ থেকেই করা হয়েছে তা। সেখানে লেখা, “কে এল রাহুল ছিটকে গেলেন বর্ডার-গাওস্কর ট্রফি থেকে।” একেই ঋষভ পন্থ (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনায় চোটের কবলে পড়ে নেই টেস্ট দলে, নেই শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। দুই ভরসাকে খুইয়ে চাপে থাকা দল শেষে কিনা সহ-অধিনায়কেও হারালো সিরিজ শুরুর আগেই? শুরু হয় আলোচনা। তবে খানিকক্ষণের মধ্যেই সামনে আসে সত্যিটা। আদপে রাহুল (KL Rahul) ছিটকে যান নি বর্ডার-গাওস্কর ট্রফি থেকে। নাগপুরে মাঠে দেখা যাবে তাঁকে।
দেখে নিন সেই ভাইরাল ট্যুইট-
— Out Of Context Cricket (@GemsOfCricket) February 4, 2023
ভুয়ো খবর ছড়ালো ট্যুইটারে, থাকছেন রাহুল-

আসলে খানিক খেয়াল করে দেখলে বোঝা যাবে, যে ট্যুইটটি ভাইরাল হয়েছে আ তা আসলে ২০২১ সালের। ২০২০-২০২১ মরসুমে অস্ট্রেলিয়াতে বসেছিলো বর্ডার-গাওস্কর ট্রফির আসর। প্রথম টেস্টে হেরে গিয়েছিলো ভারত। ব্যক্তিগত কারণে ভারতে ফিরে আসেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপর বক্সিং ডে টেস্টে দুর্দান্ত লড়াই করে জিতে নেয় ভারত। সিরিজ ১-১ অবস্থায় ড্র করে সিডনিতে তৃতীয় টেস্ট। এরপর ৩২ বছর পর ব্রিসবেনের গাব্বা মাঠে অস্ট্রেলিয়াকে হারের মুখ দেখিয়ে সিরিজ জিতে নেয় ‘টিম ইন্ডিয়া।’ সেই সিরিজেই চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছিলেন রাহুল (KL Rahul)। সেই ট্যুইটটি আরও একবার ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। সত্যিটা সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সমর্থকদের মধ্যে। কেউ কেউ রাহুল থাকছেন জেনে হাঁফ ছেড়ে বাঁচলেও নেটিজেনদের একাংশ কিন্তু ট্রল করতে ছাড়েন নি ভারতের টেস্ট সহ-অধিনায়ককে। তাঁর সাম্প্রতিক ফর্ম বিশেষ ভালো নয়। বাংলাদেশের বিপক্ষে টেস্টে একটিও উল্লেখ করার মত ইনিংস আসে নি রাহুলের (KL Rahul) ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজেও ব্যর্থতাই জুটেছে তাঁর। সেই দিকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন, ‘রাহুল বাদ পড়লেই ভালো হত।’ দেশের মাঠে সমালোচনাকে প্রশংসায় পরিবর্তিত তিনি করতে পারেন কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেটমহল।
দেখুন ট্যুইটচিত্র-
When you realise that it is 2021 news 🤣 pic.twitter.com/JDwuAdBtsW
— Avi (@Avi0403_) February 4, 2023
Yeh news fir dekhni hai bhai. Kuchh to sukoon mile.
— CHOONA RAM (@CHOONARAMTR) February 4, 2023
not funny. i didn’t laugh, not a chuckle not a giggle not a haha or a hehe. not a ha either not even half a laugh no one laughed no one is laughing with you not funny nor amusing no one is laughing
— Manjit🏏 (@CricManjit) February 4, 2023
WHY DID YOU HAVE TO PLAY WITH OUR FEELINGS LIKE THAT?
😩
Gaya paani me BGT.— Ankita (@chai__biskoot) February 4, 2023
You don't want to see us happy 😁
— No One (@NoOne_0002) February 5, 2023
Happiness gone in seconds…
Can we have the same news for 2023 as well . Nikalo BKL ko— Aelon Musk ᴾᵃʳᵒᵈʸ (@NotARealMusk) February 4, 2023
@BCCI @klrahul pls make this happen. Nation will be forever indebted to you.
— JSR (@JSJodhpur) February 4, 2023
Gadhe date dekh le
— Vishal Yadav (@vishalQ8888) February 4, 2023
You gave little happiness, he should not be in any plan for Indian cricket team
— Sahil Jain (@sheetubhai) February 4, 2023