IND vs AUS: “আমি ভাগ্যবান,আবার ভারতের জার্সি পরবো…” অজিদের বিপক্ষে কামব্যাকের আগে আবেগপ্রবণ রবীন্দ্র জাদেজা !! 1

IND vs AUS: আগামী ৯ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি। প্রথম টেস্টে নাগপুরের মাঠে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। দুই হেভিওয়েট দলের লড়াইকে ঘিরে আগ্রহ তুঙ্গে ক্রিকেটমহলের। নিজেদের ঘরের মাঠে ভারতের কাছে গত দুইবার সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। তাদের কাছে প্রত্যাঘাত করার লড়াই। অন্য দিকে ভারতের জন্য নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ। বড় ব্যবধানে প্যাট কামিন্সদের হারাতে পারলে খুলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দরজা। একই সাথে অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে চলে যাবে ‘টিম ইন্ডিয়া।’ একদিনের ক্রিকেট ও টি-২০ তে ইতিমধ্যেই পয়লা নম্বরে রয়েছে ভারতীয় দল। টেস্ট র‍্যাঙ্কিং-এর চূড়ায় পৌঁছে অনন্য রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে রোহিত শর্মাদের কাছে। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় শিবিরের না থাকার তালিকাটা বেশ দীর্ঘ। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে বাইরে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। চোটের কারণে নেইয়ের তালিকায় রয়েছেন শ্রেয়স আইয়ার এবং জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। তবে আশার কথা এশিয়া কাপের পর এই প্রথম জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যাবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা’কে (Ravindra Jadeja)। চোটের সাথে দীর্ঘ লড়াইয়ের পর মাঠে ফিরতে পেরে স্বভাবতই খুশি জাদেজা।

এশিয়া কাপে চোট পেয়েছিলেন জাদেজা-

Ravindra JAdeja | image: twitter
Ravindra Jadeja sustained a knee injury during Asia Cup, back in September 2022

সেপ্টেম্বরে হংকং-এর বিরুদ্ধে শেষবার ভারতের জার্সি গায়ে দেখা গিয়েছিলো রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। ডান হাঁটুতে অস্বস্তি বোধ করায় চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাঁকে। করাতে হয় অস্ত্রপচার’ও। এরপর দীর্ঘ দিন ক্রিকেট থেকে বিরতি নিতে হয়েছিলো জাড্ডু’কে। খেলতে পারেন নি টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের বিরুদ্ধে প্রাথমিক টেস্ট দলে তাঁকে রাখা হলেও সময়ে ফিট হয়ে উঠতে পারেন নি জাদেজা। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁকে ফেরানোর ঝুঁকি নেন নি ভারতীয় নির্বাচকেরা। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে কামব্যাক করতে চলেছেন তিনি। চোট ও ক্রিকেট থেকে দূরে থাকার দিনগুলি নিয়ে কথা বলতে গিয়ে জাদেজা জানিয়েছেন, “আমি ভারতের হয়ে ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। বেশ কিছু দিন ধরেই হাঁটু নিয়ে সমস্যায় ছিলো। অস্ত্রপচার জরুরী হয়ে পড়েছিলো। টি-২০ বিশ্বকাপের আগেই অস্ত্রপচারের পথে হাঁটবো নাকি অপেক্ষা করবো, সেটা নিয়ে আমায় সিদ্ধান্ত নিতেই হত। আমি শেষমেশ আগেই অপারেশন করানোর মনস্থির করে নিই। আমার চিকিৎসকও তাই পরামর্শ দিয়েছিলেন কারণ অস্ত্রপচার না করালেও আমার বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় ছিলো না বললেই চলে। তাই আগেই করিয়ে নেওয়ার কথা ভাবি। ” চোটের সাথে ৫ মাসের অক্লান্ত লড়াইয়ের সময় কখনও কখনও হতাশার শিকার হয়েছেন বলেও বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন জাদেজা (Ravindra Jadeja)। বলেন, “একটানা রিহ্যাব করতে হয়েছে। কখন যে ফিট হবো, সেই চিন্তা প্রায়ই ঘুরপাক খেত মাথায়। বিশ্বকাপ দেখছিলাম টিভিতে আর ভাবছিলাম যদি ওখানে থাকতে পারতাম ! এই ভাবনাগুলো দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতেও সাহায্য করে।”

রঞ্জি ট্রফি খেলে টেস্ট ম্যাচে ফিরছেন জাদেজা-

Ravindra Jadeja | image: twitter
Ravindra Jadeja is returning to the Indian test team after proving his fitness in a Ranji match against Tamil Nadu

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে থাকলেও সময়ে ফিট হতে পারেন নি জাদেজা (Ravindra Jadeja)। শেষ মুহূর্তে তাঁকে বাদ দিতে হয়েছিলো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনোরকম ঝুঁকি নেয় নি ভারতীয় বোর্ড। তারকা অলরাউন্ডারকে সাফ জানিয়ে দেওয়া হয় রঞ্জি ট্রফিতে ফিটনেসের প্রমাণ দিয়ে তবেই ভারতীয় দলে ফিরতে পারবেন জাদেজা। বোর্ডের শর্ত মেনে সৌরাষ্ট্রের জার্সিতে রঞ্জি ট্রফিতে নেমেও পড়েন তিনি। তামিলনাড়ুর বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৯ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন ক্রিকেট থেকে দূরে থাকলেও গত ৫ মাসে ছন্দ হারান নি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যাটে-বলে আরও একবার দলের ভরসা হতে তৈরি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে তিনি যে অভিভূত তা নিজেই জানিয়েছেন সাক্ষাৎকারে। জাড্ডু বলেন, “দীর্ঘ পাঁচ মাস পর আবার ভারতীয় জার্সিতে খেলতে পেরে আমি খুবই খুশি এবং উত্তেজিত। আমি সৌভাগ্যবান যে এই সুযোগটা পেয়েছি। গত পাঁচটা মাস অনেক ওঠা-নামার মধ্যে দিয়ে গিয়েছে কারণ এই দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকা মোটেও সহজ নয়। NCA (National Cricket Academy)-র ফিজিও এবং ট্রেনার আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। রবিবার, ছুটির দিনেও আমাকে সময় দিয়েছেন উনি। একটা ম্যাচ খেলে এখানে আসতে পেরে আমি খুশি। সবার সাথে অনুশীলন করছি। এরপর থেকে যা হবে আশা করছি ভালোই হবে।”

দেখুন জাদেজার সম্পূর্ণ সাক্ষাৎকারটি-

বর্ডার-গাওস্কর ট্রফির জন্য ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট।

অস্ট্রেলিয়া দল-

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন, টড মার্ফি, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, নাথান লিয়ঁ, পিটার হ্যান্ডসকোম্ব, ম্যাট রেনশ, ল্যান্স মরিস।

 

Read More: IND vs AUS: বদলে গেল অধিনায়ক ও ওপেনিং জুটি, প্রথম ম্যাচেই এমন হবে ভারতের প্লেয়িং-ইলেভেন !! স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *