IND vs AUS: হ্যাজেলউডের স্যুইং-এ পরাস্ত ঋতুরাজ, ইন্দোরে প্রথম উইকেট হারালো ভারত !! 1

IND vs AUS: মোহালিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছে ভারত। আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিতে সিরিজ নিজেদের নামে করতে চায় কে এল রাহুলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে আজকের ম্যাচেও প্রথম একাদশ নিয়ে বিস্তর পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছে দুই শিবিরই। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। ভারতীয় একাদশে খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণা। কোহলি, রোহিত’রাও নেই মাঠে। অন্যদিকে আজকের ম্যাচ খেলছেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। নেতার ভূমিকার ফের দেখা যাবে স্টিভ স্মিথকে। পেস বিভাগে অস্ট্রেলিয়া যোগ করেছে জশ হ্যাজেলউড এবং নবাগত স্পেন্সার স্কটকে।

টসে জিতে আজ প্রথমে বোলিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। মোহালিতে ঝড়ের বেগে ইনিংসের সূচনা করে প্রতিপক্ষকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন শুভমান গিল এবং ঋতুরাজ গায়কোয়াড়। ইন্দোরের ব্যাটিং সহায়ক পিচে আজও দ্রুত রান তোলায় মন দেয় ভারত। মোহালিতে আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন শুভমান। আজ দেখা গেলো উলটো ছবিটা। প্রথম ওভারেই স্পেনার জনসনকে জোড়া বাউন্ডারি হাঁকান ঋতুরাজ গায়কোয়াড়। একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে ৭১ রান করেছিলেন ঋতুরাজ। আজকেও তাঁর ব্যাটিং আশা জাগিয়েছিলো সমর্থকদের মনে। অনেকেই ভেবেছিলেন বড় রান আসছে, কিন্তু হতাশই হতে হলো তাঁদের। অভিজ্ঞ জশ হ্যাজেলউডের বিরুদ্ধে পরাস্ত হলেন ঋতুরাজ।

মোহালিতে মাঠে নামেন নি হ্যাজেলউড। আজ প্রথম একাদশে ফিরে শুরুতেই বাজিমাত করলেন তিনি। ইন্দোরের ব্যাটিং সহায়ক পিচেও স্যুইং খুঁজে নিলেন হ্যাজেলউড। ঋতুরাজের বাড়িয়ে দেওয়া ব্যাটের কোণা স্পর্শ করে বল যাচ্ছিলো থার্ড ম্যানের দিকে। নিজের ডানদিকে অনেকখানি ঝাঁপিয়ে বল দস্তানাবন্দী করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। আজ ১২ বলে ৮ রান করেই থামতে হলো ঋতুরাজকে। ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারালো ভারত।

দেখে নিন ঋতুরাজের উইকেটটি-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *