ind-vs-aus-hardik-unlikey-to-take-part

IND vs AUS: জোরকদমে চলছে বিশ্বকাপ। ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে টিম ইন্ডিয়া (Team India)। তারা ইতিমধ্যে রাউন্ড রবিন পর্বের আট ম্যাচ খেলে জিতেছে আটটিতেই। ১৬ পয়েন্ট সঙ্গী করে ভারত রয়েছে লীগ পর্বের শীর্ষে। সেমিফাইনালের টিকিট আগেই জোগাড় করে ফেলেছিলেন রোহিত শর্মারা। গতকাল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল সামনে আসার পর সেমিফাইনালের লড়াইতে ভারতের প্রতিপক্ষের নামও নিশ্চিত হয়ে গিয়েছে। খুব বড় অঘটন না ঘটলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের (ICC World Cup 2023) শেষ চারের যুদ্ধে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই সেমিফাইনালে হারতে হয়েছিলো ভারতকে। সেই পরাজয়ের বদলা ঘরের মাঠে নেওয়ার সুযোগ পাচ্ছে ‘মেন ইন ব্লু।’

নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ, সেমিফাইনাল এবং সম্ভবত ফাইনাল-বিশ্বকাপের (ICC World Cup 2023) আঙিনায় সর্বোচ্চ এই তিন ম্যাচ বাকি রয়েছে ভারতীয় দলের। ১৯ তারিখ আহমেদাবাদে ফাইনাল হওয়ার কথা। তারপর অবশ্য ক্রিকেট থেকে লম্বা বিরতি পাচ্ছে না টিম ইন্ডিয়া। ২৩ নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS)  টি-২০ সিরিজ। ৫ ডিসেম্বর অবধি চলবে তা। পাঁচ ম্যাচের সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে অজি ক্রিকেট বোর্ড। প্যাট কামিন্স (Pat Cummins), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের (Steve Smith) মত সিনিয়র তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টি-২০ সিরিজ থেকে। ম্যাথু ওয়েডের (Matthew Wade) নেতৃত্বে মাঠে নামবে তারা। ভারত এই সিরিজে কাদের সুযোগ দেবে তা এখনও জানানো হয় নি বিসিসিআই সূত্রে। দলঘোষণার জন্য অপেক্ষায় ক্রিকেটমহল।

Read More: World Cup 2023: বিশ্বকাপ চলাকালীন এই তারকা অধিনায়ক দিচ্ছেন ইস্তাফা, চক্ষু চড়কগাছ হল ফ্যানদের !!

অস্ট্রেলিয়া সিরিজে নেই হার্দিক পান্ডিয়া-

Hardik Pandya | IND vs AUS | Image: Getty Images
Hardik Pandya | IND vs AUS | Image: Getty Images

২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে কুড়ি-বিশের ক্রিকেটে দেশের জার্সি গায়ে দেখা যায় নি বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, কে এল রাহুলদের (KL Rahul) মত সিনিয়র তারকাদের। বিশ্বকাপের একদম পরেই অস্ট্রেলিয়া সিরিজেও তাঁদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দুটি হাইভোল্টেজ প্রতিযোগিতার পর খানিক বিশ্রাম নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুত হবেন তাঁরা। রোহিতের অবর্তমানে গত বছরের নভেম্বর মাস থেকে টি-২০ ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খুইয়েছেন কেবল। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে সাফল্যে এনে দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া সিরিজেও তাঁকেই দেখা যেত টস করতে যেতে। কিন্তু চোটের কবলে পড়ে ছিটকে যাওয়ার পথে তিনি।

বিশ্বকাপে (ICC World Cup 2023) বাংলাদেশের বিরুদ্ধে বোলিং-এর সময় আঘাত পান তিনি। লিটন দাসের (Litton Das) স্ট্রেট ড্রাইভ পা বাড়িয়ে রুখতে গিয়েছিলেন। কিন্তু গোড়ালি মচকে যায়। লিগামেন্টের চোটে বিশ্বকাপ (ICC World Cup 2023) থেকে তো ছিটকে গিয়েছেনই। অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজেও তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ, টি-২০ বিশ্বকাপের মত বড় প্রতিযোগিতা রয়েছে। তার আগে হার্দিককে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না ভারতীয় বোর্ড। সেই কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। ভারতীয় দলে হার্দিকের বিকল্প হিসেবে সুযোগ পেতে পারেন শিবম দুবে (Shivam Dube)।

সেমিফাইনালের পর ঘোষিত হবে দল-

India Cricket Team | IND vs AUS | Image: Getty Images
India Cricket Team | Image: Getty Images

টিম ইন্ডিয়া এখন অপেক্ষা করে রয়েছে বিশ্বকাপ সেমিফাইনালের। ১৫ তারিখ অর্থাৎ বুধবার রয়েছে ম্যাচটি। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে সেমিফাইনালের ফলাফল সামনে আসার পর অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের জন্য দল ঘোষণা করতে পারে। অজিদের পথে হেঁটে টিম ইন্ডিয়াও দ্বিতীয় সারির দল ঘোষণা করতে পারে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। দিনকয়েক আগে চীনের হাংঝৌতে দ্বিতীয় সারির টিম ইন্ডিয়া সোনা জিতেছে। সেই স্কোয়াডকেই গুরুত্ব দেওয়া হতে পারে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে। জাতীয় দলের হয়ে খেলতে দেখা যেতে পারে রিঙ্কু সিং (Rinku Singh), তিলক বর্মা, আবেশ খান (Avesh Khan), আর্শদীপ সিং-দের। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন “সিনিয়র বোলারদের অবর্তমানে তরুণদের নেতৃত্ব দেওয়ার জন্য দলে ফেরানো হতে পারে ভুবনেশ্বর কুমারকে।”

রোহিত খেলবেন না, থাকছেন না কে এল রাহুল’ও (KL Rahul)। চোটের জন্য বাইরে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এমতাবস্থায় ভারতীয় দলের নেতৃত্ব কে দেবেন? প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে অধিনায়ক হিসেবে ভারতীয় বোর্ডের প্রথম পছন্দ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত একবছর টি-২০ দলের সহ-অধিনায়ক তিনি। তবে সূর্যকুমার বিশ্বকাপে খেলছেন। যদি অস্ট্রেলিয়া সিরিজে তিনি অব্যাহতি চেয়ে নেন বা তাঁকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। চীনের হাংঝৌতে এশিয়াম গেমসে সোনাজয়ী ভারতীয় দলের নেতা ছিলেন ঋতুরাজ। এবার দেশের মাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজেও অধিনায়ক হিসেবে নীল জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেতে পারেন মহারাষ্ট্রের ক্রিকেটার।

Also Read: World Cup 2023, SA vs AFG, Match-42, Preview: জয় দিয়ে বিশ্বকাপ যাত্রায় ইতি টানতে চায় আফগানিস্তান, সেমিফাইনালের আগে সাফল্যের সরণিতে ফিরতে চায় দক্ষিণ আফ্রিকাও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *