IND vs AUS: ঋষভ পন্থের বিকল্প বেছে নিলেন দীনেশ কার্তিক ! দুরন্ত ফর্মে থাকা ব্যাটারকে বাইরে রেখেই সাজালেন দল !! 1

IND vs AUS: রাত পোহালেই শুরু বর্ডার-গাওস্কর ট্রফির লড়াই। আধুনিক ক্রিকেটের অনেক অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছে এই টেস্ট সিরিজ। ইডেন গার্ডেন্সে ভিভিএস লক্ষ্মণ-হরভজন সিং-এর হাত ধরে মিরাকল ঘটানো হোক বা ব্রিসবেনের গাব্বা দূর্গ জয় করে তেরঙ্গা পতাকা ওড়ানো, ভারতীয় ক্রিকেটের অজস্র গৌরবগাথা লেখা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে। এইবারও হাড্ডাহাড্ডি ক্রিকেটের প্রতীক্ষাতেই প্রহর গুনছেন সমর্থকেরা। ৬ বছরের বিরতির পর এই সিরিজ ফিরছে ভারতের মাটিতে। গত দুইবার অস্ট্রেলিয়া গিয়ে ক্যাঙারুবাহিনীকে ধরাশায়ী করে এসেছিলো ভারতীয় দল। এবার ঘরের মাঠে সেই সাফল্যের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ ভারতের কাছে। অজিদের বড় ব্যবধানে হারাতে পারলে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ। রয়েছে টেস্ট র‍্যাঙ্কিং-এর মগডালে গিয়ে বসার সুযোগও। তাই বাড়তি তাগিদ নিয়ে স্টিভ স্মিথ, প্যাট কামিন্সদের বিপক্ষে মাঠে নামবেন ক্রিকেটাররা। ভারতে বরাবরই পিচে টার্ন থাকে। আসন্ন সিরিজেও তার ব্যতিক্রম হবে না। সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারেন স্পিনাররা। তিন না চার? কতজন স্পিনারকে প্রথম একাদশে রাখবেন কোচ দ্রাবিড়? সেই নিয়ে চলছে জল্পনা। পাশাপাশি নিয়মিত উইকেটরক্ষ ঋষভ পন্থ না থাকায় উইকেটের পিছনে কে দাঁড়াবেন? কেমনই বা হবে ভারতের মিডল অর্ডার? চর্চা রয়েছে তা নিয়েও। সব প্রশ্নের জবাব দিলেন দীনেশ কার্তিক। ট্যুইট করে জানালেন নিজের পছন্দের একাদশ।

কার্তিকের একাদশে জায়গা পেলেন ভরত-

KS Bharat | image: twitter
Dinesh Karthik picks KS bharat ahead of Ishan Kishan as the ideal replacement for injured Rishabh Pant

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে মোট চার স্পিনারকে বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকেরা। তাদের মধ্যে তিনজনকে প্রথম একাদশের জন্য বেছে নিয়েছেন দীনেশ কার্তিক। রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) সাথে দীর্ঘদিন পর জুটি বাঁধতে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। সদ্য চোট সারিয়ে ফেরা জাদেজাকে নিজের পছন্দের একাদশে রেখেছেন কার্তিক (Dinesh Karthik)। এছাড়া তৃতীয় স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। কেরিয়ারে ৮টি টেস্টে ৪৭ উইকেট পেয়েছেন তিনি। ঘরের মাঠে অক্ষরের সাফল্যই কার্তিককে বাধ্য করেছে তাঁকে প্রথম একাদশে রাখতে। বাদ পড়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিন স্পিনারের সাথে দুই পেসারের চেনা ফর্মূলাই ব্যবহার করেছেন তিনি। জায়গা করে দিয়েছেন মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে। আহত ঋষভ পন্থের (Rishabh Pant) জায়গায় ভারতীয় দলের উইকেটরক্ষক কে হবেন তা নিয়ে প্রশ্ন ছিলো। স্কোয়াডে জায়গা পেয়েছিলেন কে এস ভরত (KS Bharat) এবং ঈশান কিষণ (Ishan Kishan)। দু’জনের কেউই আগে টেস্ট খেলেন নি। কে এল রাহুল (KL Rahul) উইকেটকিপিং করতে পারেন বলেও শোনা যাচ্ছিলো। কার্তিকের (Dinesh Karthik) দলে অবশ্য শিকে ছিঁড়েছে অন্ধ্রপ্রদেসগের ভরতের ভাগ্যে। গত দেড় বছর ভারতের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রিজার্ভ বেঞ্চে ছিলেন তিনি। কার্তিকের মতে তাঁকে এবার অভিষেকের সুযোগ দেওয়ার সময় এসেছে।

বাদ শুভমান, কার্তিক বেছে নিলেন সূর্যকুমার যাদবকে-

Shubman Gill | image: twitter
Shubman Gill could not earn himself a place in Karthik’s predicted Xi. Karthik wants Suryakumar Yadav in red ball cricket

ক্রিকেটের তিন ফর্ম্যাটেই আগুনে ফর্মে থাকা শুভমান গিল (Shubman Gill) নয় বরং সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) প্রথম টেস্টের পছন্দের তালিকায় রেখেছেন দীনেশ কার্তিক। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যই টেস্টে শতরান করেছেন শুভমান। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভালো খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শতরানের সাথে সাথে করেছেন দ্বিশতরানও। এমনকি টি-২০তে করেছেন শতরান। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে প্রথম টেস্টে শুভমান (Shubman Gill) জায়গা পাবেন না বলেই মনে করছেন ‘ডিকে।’ বদলে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) তিনি রেখেছেন ব্যাটিং লাইন আপের পাঁচ নম্বরে। আসলে রোহিত শর্মা (Rohit Sharma) না থাকায় বাংলাদেশে ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছিলেন শুভমান। ওপেনিং-এ খেলতেই পছন্দ করেন তিনি। মিডল অর্ডারে খেলার তেমন অভিজ্ঞতা নেই। রোহিত শর্মা চোট সারিয়ে ফিরে আসায় কে এল রাহুলের সাথে তিনিই ওপেন করবেন বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে মিডল অর্ডার ছাড়া জায়গা হচ্ছে না শুভমানের। তাঁকে মধ্যক্রমে ব্যাট না করিয়ে মিডল অর্ডারে ব্যাটিং-এর অভিজ্ঞতা থাকা সূর্যকুমারকে চাইছেন কার্তিক। টি-২০ ক্রিকেটে সাড়া ফেলেছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। বিশ্ব র‍্যাঙ্কিং-এ উঠে এসেছেন এক নম্বর স্থানে। কিন্তু একদিনের ক্রিকেটে সুযোগ পেয়েও এখনও নিজেকে মেলে ধরতে পারেন নি। সেখানে অজিদের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্টে তিনি কতটা সফল হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দীনেশ কার্তিকের পছন্দের একাদশে ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা এবং কে এল রাহুল। তিন ও চার নম্বরে যথাক্রমে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং বিরাট কোহলি (Virat Kohli)। পাঁচ নম্বরে সূর্যকুমার। ছয়ে জাদেজা। উইকেটরক্ষক ভরত’কে কার্তিক রেখেছে সাত নম্বরে।

এক ঝলকে কার্তিকের পছন্দের একাদশ-

Read More: IND vs AUS: “ওকে আরও সুযোগ দিলে…”, নাগপুর টেস্ট শুরুর আগে কোচ দ্রাবিড়কে নিয়ে বড় বয়ান সৌরভের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *