IND vs AUS: অস্ট্রেলিয়া সিরিজের জন্য নতুন দল ঘোষণা ভারতের, চোট সারিয়ে ফিরছেন বাংলার পেসার !! 1

IND vs AUS: এই মুহূর্তে ভারতীয় পুরুষ ক্রিকেট দল রয়েছে অস্ট্রেলিয়ায়। পাঁচ টেস্টের সিরিজ (IND vs AUS) খেলবেন বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল’রা। পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচটি। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথম ম্যাচে অধিনায়ক রোহিতকে (Rohit Sharma) পাচ্ছে না ভারত। ওয়াকা স্টেডিয়ামে একটি আন্তঃস্কোয়াড ম্যাচ খেলার সময় বাম হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছেন শুভমান গিল’ও (Shubman Gill)। ফলে তাঁদের বিকল্পের সন্ধানে টিম ম্যানেজমেন্ট। পুরুষদের টেস্ট সিরিজ (IND vs AUS) নিয়ে ক্রিকেটমহলের কৌতূহল, উৎসাহ, উদ্দীপনা যখন চরমে, তখন সেই আবহেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতের মেয়েরাও। ডিসেম্বরের ওডিআই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা বিসিসিআই-এর।

Read More: IPL 2025: শুধুমাত্র দিল্লি নয়. শ্রেয়াস আইয়ারকে দলে সামিল করতে ব্যাঙ্ক ব্যালান্স খালি করবে এই ফ্র্যাঞ্চাইজি !!

বাদ শেফালী, হরমনের দলে ফিরলেন হরলীন-

Harmanpreet Kaur and Shafali Verma | Image: Getty Images
Harmanpreet Kaur and Shafali Verma | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের হতাশাজনক পারফর্ম্যান্সের পর অধিনায়ক পদে হরমনপ্রীত (Harmanpreet Kaur) কত দিন স্থায়ী হবেন তা নিয়ে প্রশ্ন উঠেছিলো। সমালোচনা করেছিলেন মিথালী রাজের মত কিংবদন্তি তারকা’ও। কিন্তু আপাতত নেতৃত্বে বদলের কথা ভাবছে না টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের (IND W vs NZ W) মতই অস্ট্রেলিয়া সফরেও দলের ভার থাকছে হরমনের হাতেই। প্রত্যাশামতই ষোলো সদস্যের স্কোয়াডে রয়েছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। দলের সহ-অধিনায়ক তিনি। জায়গা পেয়েছেন জেমিমা রড্রিগস, প্রিয়া পুনিয়া, ইয়াস্তিকা ভাটিয়া’রা (Yastika Bhatia)। এছাড়া দীপ্তি শর্মা। মিন্নু মনি, প্রিয়া মিশ্রা’দেরও সুযোগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াগামী স্কোয়াডে। পেসার রেণুকা সিং ঠাকুর ও সায়মা ঠাকুরকেও জায়গা করে দিয়েছেন নির্বাচকেরা।

কুড়ি-বিশের বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও রান পান নি শেফালী ভার্মা (Shafali Verma)। প্রায় প্রতিটি ম্যাচেই দ্রুত গতিতে শুরু করেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি হরিয়ানার তরুণী। তাঁকে আপাতত ছেঁটে ফেলার পথে হেঁটেছে ‘উইমেন ইন ব্লু।’ বদলে জায়গা করে দেওয়া হয়েছে হরলীন দেওল’কে (Harleen Deol)। ২৬ বর্ষীয়া হরলীন জাতীয় দলের হয়ে শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন গত বছরের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS)। প্রায় এক বছর পর সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রত্যাবর্তন হতে চলেছে তাঁর। দ্বাদশ শ্রেণি’র বোর্ড পরীক্ষা থাকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেন নি উইকেটরক্ষক রিচা ঘোষ (Richa Ghosh)। অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন বাংলার ক্রিকেটার’ও।

IND vs AUS সিরিজের সূচি-

ম্যাচ নং তারিখ ভেন্যু সময় (IST)
প্রথম ওডিআই ০৫/১২/২০২৪ ব্রিসবেন সকাল ৯টা ৫০ মিনিট
দ্বিতীয় ওডিআই ০৮/১২/২০২৪ ব্রিসবেন ভোর ৫টা ১৫ মিনিট
তৃতীয় ওডিআই ১১/১২/২০২৪ পারথ্‌ সকাল ৯টা ৫০ মিনিট

তিতাসের প্রত্যাবর্তনে উজ্জীবিত ভারত-

Titas Sadhu | IND vs AUS | Image: Getty Images
Titas Sadhu | Image: Getty Images

পুরুষ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) মাঠে নামার ছাড়পত্র এখনও পান নি বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। সদ্য চোট সারিয়ে রঞ্জি ট্রফি খেলেছেন তিনি। ম্যাচ প্র্যাকটিসের জন্য খেলতে চলেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাডিলেড টেস্টের আগে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে অস্ট্রেলিয়ায়। তবে মহিলা দলের হয়ে মাঠে ফেরার ব্যাপারে কিন্তু সবুজ সংকেত পেয়ে গেলেন বাংলার তিতাস সাধু (Titas Sadhu)। ২০২৩ সালের অনুর্দ্ধ-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে প্রায় একার হাতেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে ভারতকে ট্রফি  জিতিয়েছিলেন চুঁচুড়া’র তরুণী। এশিয়ান গেমসের ফাইনালেও শ্রীলঙ্কার ব্যাটিং-এ ভাঙন ধরান তিনি। চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে।  নীল জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) মাঠে ফিরতে মুখিয়ে রয়েছেন তিনিও।

এক নজরে সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড-

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রিয়া পুনিয়া, জেমিমা রড্রিগস, হরলীন দেওল, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), তেজাল হাসাবনিস, দীপ্তি শর্মা, মিন্নু মনি, প্রিয়া মিশ্র, রাধা যাদব, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, সায়মা ঠাকুর।

Also Read: IND vs AUS 1st Test: “বাউন্সার দেবো…” কোহলিকে হুঁশিয়ারি লাবুশেনের, রেয়াত করলেন না খোদ অধিনায়ককে !!

,

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *