IND vs AUS: সিডনিতে বিশেষভাবে পিচ বানিয়ে ঘন্টার পর ঘন্টা অনুশীলন, বেঙালুরুতে শিবির করে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে নিজদেরকে ঝালিয়ে নেওয়ার মত নানা পদ্ধতি অবলম্বন করেছিলেন অস্ট্রেলীয় ব্যাটাররা। কিন্তু মাঠে বিশেষ ফলপ্রসূ হতে দেখা গেলো না সেই সব পন্থা। রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) আর রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পনই করলেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনরা (Marnus Labuschagne)। ভারতের পিচে ক্রিকেট খেলার বিশাল অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে এসেছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। আইপিএলের মঞ্চে নিয়মিত খেলেছেন তিনি। কিন্তু কুড়ি-বিশের ক্রিকেট আর টেস্ট যে এক নয়, তা আরও একবার প্রমাণ হলো নাগপুরের জামথা স্টেডিয়ামে। ভারতে ৮ টি টেস্ট খেলেছেন অজি ওপেনার। ব্যাটিং গড় মাত্র ২৪। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টেও সুবিধা করতে পারলেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্নে দ্বিশতরান করেছিলেন ওয়ার্নার (David Warner), কিন্তু ভারতে দুই ইনিংসেই ব্যর্থতা সঙ্গী হলো তাঁর। প্রথম ইনিংসে মহম্মদ শামির (Mohammed Shami) আগুনে ডেলিভারি ওয়ার্নারের অফস্টাম্পকে উপড়ে প্রায় উইকেটরক্ষক কে এস ভরতের কোলের কাছে নিয়ে ফেললো। আর দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বলের লাইন বুঝতে না পেরে এল বি ডব্লু হলেন তিনি। ১১তম বার অশ্বিনের (Ravichandran Ashwin) শিকার হলেন ওয়ার্নার। কেন বারবার স্পিন খেলার সময় গুটিয়ে যাচ্ছেন তিনি? ব্যাখ্যা করলেন ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া। ভারতের পিচে কি করলে সাফল্য পেতে পারেন অভিজ্ঞ অজি ওপেনার? সে বিষয়েও ওয়ার্নারকে উপদেশ দিয়েছেন তিনি।
দ্বিতীয় টেস্টে বাদই পড়তে পারেন ওয়ার্নার-
আগামী ১৭ ফেব্রুয়ারী দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে ডেভিড ওয়ার্নারকে (David Warner) বাইরে রাখার সিদ্ধান্তে সিলমোহর দিতে চলেছে অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্ট। এমনটাই খবর সেই দেশের সংবাদপত্র ‘সিডনি মর্ণিং হেরাল্ড’ ও ‘দ্য এজ’ সূত্রে। যেভাবে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট হয়েছে ক্রিজে তাঁর নড়াচড়ায়, তাতে দ্বিতীয় টেস্টে তাঁকে বাদ দেওয়া ছাড়া উপায় দেখছে না অজি শিবির। ওয়ার্নারের জায়গায় হয়ত দলে আসতে পারেন ট্র্যাভিস হেড। ওপেনার হিসেবে উসমান খোয়াজার (Usman Khawaja) সাথে দেখা যেতে পারে হেড’কে (Travis Head)। অথবা হেড যদি মিডল অর্ডারে ব্যাট করেন তবে ম্যাট রেনশ (Matt Renshaw) আসতে পারেন ইনিংসের সূচনা করতে। ওয়ার্নারকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং’ও। তিনি হেডের (Travis Head) উদাহরণ টেনে জানান উপমহাদেশের পিচে পরিসংখ্যান সাধারণ হওয়ায় ট্র্যাভিস হেডকে যদি বাইরে রাখা যায়, তবে ওয়ার্নারকে বাইরে রাখতে সমস্যা কোথায়? এর বিপরীত মত অবশ্য ব্যক্ত করেছেন আরেক প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মার্ক টেলর (Mark Taylor)। ওয়ার্ল্ড অফ স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “ওয়ার্নার দীর্ঘদিন ধরে খেলছে। জানি ও অনেক সুযোগ পেয়েছে, তবে আমি মনে করি ওকে আরও একটা টেস্টে খেলানো উচিৎ। ওয়ার্নার আর উসমান খোয়াজা আজ বুঝতে পেরেছে যে নতুন বল হাতে অশ্বিন অপেক্ষা করছে ওদের জন্য। আর চার ওভার পর থেকেই আক্রমণে আসছে জাদেজা। তার মানে যে পজিশনেই ব্যাট করুক না কেন, একই জিনিসের সম্মুখীন হতে হবে ওদের। সেই কারণেই আপাতত আমি প্রথম দুই ব্যাটার হিসেবে ওদের ওপরেই আস্থা রাখবো।”
ওয়ার্নারকে পরামর্শ দিলেন আকাশ চোপড়া-
আগ্রাসী ব্যাটার হিসেবেই বিশ্বক্রিকেটে সুপরিচিত ডেভিড ওয়ার্নার। উপমহাদেশে, বিশেষ করে ভারতে টেস্ট ম্যাচে স্পিনের বিরুদ্ধে সেই আগ্রাসনটাই ভুলে যান ওয়ার্নার। সেই কারণেই স্বাভাবিক ছন্দ দেখা যায় তাঁর থেকে। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া (Aakash Chopra)। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নারের (David Warner) ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিতে গিয়ে আকাশ জানান, “ওয়ার্নারকে ভারতীয় পিচে লড়াই চালিয়ে যেতে হবে। বিশেষ করে অশ্বিনের বিরুদ্ধে। অশ্বিনকে নিয়ে ওর মাথায় সবসময় চিন্তা ঘোরাফেরা করতে থাকে। তাই ওঁর বিরুদ্ধে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ে। অশ্বিনের বিপক্ষে যদি সফল হতে হয় তাহলে ও রক্ষণাত্মক ব্যাটিং-এর নীতি ছেড়ে আক্রমণাত্মক হতে হবে। একমাত্র তখনই ও সফল হতে পারবে।”