সিডনি টেস্টের শুরুতেই ভারতীয় দলকে ব্যাকফুটে রেখেছে অস্ট্রেলিয়া। দিনের শুরুতে টস জেতেন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ফর্মের সঙ্গে লড়াই করার জন্য পঞ্চম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। তার বদলে আজকের দলে এন্ট্রি হয়েছে শুভমান গিলের। চা পানের বিরতির আগে ভারতীয় দল হারিয়ে ফেলেছে ৪ উইকেট। দিনের শুরুতে মাত্র ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুল (KL Rahul)। ১৪ বল খেলে মাত্র ৪ রান বানিয়ে মিচেল স্টার্কের বলে উইকেট হারান তিনি।
গত ম্যাচে দুই ইনিংসেই অর্ধ-শতরান হাঁকিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ব্যাট হাতে আজ ব্যার্থ হয়েছেন তিনি, ২৬ বল খেলে মাত্র ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। ১৭ রানের মাথায় দুই উইকেট হারানোর পর ভারতীয় দলের তারকা দুই ব্যাটসম্যানকে ক্রিজে দেখা যায়। গত ম্যাচে দলের ভারসাম্য রক্ষা করার জন্য দল থেকে বাদ পড়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। তবে, এই টেস্টে তিনি আবার কামব্যাক করেন এবং ৬৪ বল খেলে ২টি চারের বিনিময়ে ২০ রান বানান শুভমান।
ভারতের ভরসা হলেন পন্থ-জাদেজা
অন্যদিকে বিরাট কোহলিও অফ স্ট্যাম্পের বাইরের বলে আবার নিজের উইকেট হারিয়েছেন। তারকা খেলোয়াড় ৬৯ বলে ১৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। চা পানের বিরতির আগে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ১০৭। আপাতত ক্রিজে ৮০ বলে ৩২ রানে ব্যাটিং করছেন ঋষভ পন্থ (Rishabh Pant) এবং রবীন্দ্র জাদেজা ৫০ বলে ১১ রানে ব্যাটিং করছেন। অজি পেসার স্কট বোল্যান্ড ২টি উইকেট, স্টার্ক ১টি ও নাথান লিয়ন একটি করে উইকেট নিয়েছেন।