IND vs AUS: পার্থে দুর্দান্ত জয়ের পর ভারতীয় দল সিরিজে কামব্যাক করতে ধুঁকছে। চলতি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দল ভারতের বিরুদ্ধে ২-১ ব্যাবধানে আপাতত এগিয়ে রয়েছে। সিডনিতে ভারত তাদের পঞ্চম টেস্ট ম্যাচটি খেলছে। গতকাল ক্যাপ্টেন রোহিত শর্মাকে ছাড়াই ময়দানে আসে ভারতীয় দল। রোহিতের বদলে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। আপাতত চলতি সিরিজে ব্যাট হাতে নিতান্ত ব্যার্থ রোহিতের পক্ষে টেস্টে কামব্যাক করা সহজ ছিল না, তাই তার বদলে জসপ্রীত বুমরাহ দলের দায়িত্ব তুলে নিলেন। এর আগে পার্থে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
চলতি টেস্টের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। ১৭ রানের মাথায় ২ উইকেট হারায় ভারত। এমনকি, দলের হয়ে কামব্যাক করা শুভমান গিল ২০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি আবার অফ স্ট্যাম্পের বাইরের বলে উইকেট হারিয়েছেন। বিরাট ৬৯ বলে ১৭ রান বানাতে সক্ষম হয়েছেন। দলের হয়ে সর্বাধিক ৪০ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাছাড়া জাদেজার ব্যাট থেকে এসেছিল ২৬ এবং ক্যাপ্টেন বুমরাহের ব্যাট থেকে ১৭ বলে এসেছিল ২২ রান।
অর্ধেক অজি খেলোয়াড়রা প্যাভিলিয়নে ফিরলো
গতকাল অস্ট্রেলিয়া তিন ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। দিনের একদম শেষ বলেই উইকেট হারিয়ে ছিলেন তারকা ওপেনার উসমান খাজা (Usman Khawaja)। গতকাল মাত্র ২ রানে উইকেট হারান নিজের। এরপর আজ দিনের শুরুতে মাত্র ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন মার্নাস লাবুশেন। স্টিভেন স্মিথ (Steven Smith) ও স্যাম কনস্টাসের (Sam Konstas) মধ্যে ২০ রানের একটি পার্টনারশিপ গড়ে ওঠে। তবে ১২ তম ওভারে বল হাতে ফিরে আসেন মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। একটি ওভারে দুই উইকেট তুলে নেন তারকা এই পেসার। স্যাম কনস্টাসকে ২৩ এবং ট্রেভিস হেডকে (Travis Head) ৪ র্শনে প্যাভিলিয়নে ফেরান তিনি। অজি দলের হয়ে সর্বাধিক ৩৩ রান বানিয়েছেন স্টিভেন স্মিথ। ২৯ ওভার শেষে ক্যাঙ্গারু বাহিনীর স্কোর ৫ উইকেটে ১০১। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও সিরাজ। পাশাপশি স্মিথের বড় উইকেটটি নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। আপাতত ক্রিজে টিকে রয়েছেন বিউ ওয়েবস্টার (২৮) ও আলেক্স ক্যারি (৪)।