IND vs AUS: দিনের শুরুতেই বেশ ভালো ছন্দে ছিল অস্ট্রেলিয়া। পঞ্চম টেস্টে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে অস্ট্রেলিয়া দল। গতকাল দিন শেষে ছয় উইকেট হারিয়ে ১৪৫ রান বানিয়েছিল ভারত। মোট ১৪৯ রানে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। এরপর আজ সকালে ১৫৭ রানেই ১০ উইকেট হারিয়ে ফেলে ভারত। প্রথম ইনিংসে যেহেতু ভারত ৪ রানের লিড নিয়ে ছিল, সে কারণে অস্ট্রেলিয়াকে জিততে গেলে ১৬২ রানের প্রয়োজন ছিল। ২৭ ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান তুলে ফেলে।
পঞ্চম টেস্টের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল রীতিমতন ব্যাকফুটে ঠেলে দেয়। প্রথম ইনিংসে ভারত কেবলমাত্র ১৮৫ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতের হয়ে প্রথম ইনিংসে সর্বাধিক ৪০ রান বানিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাছাড়া ২৬ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা, ২২ রান করেছিলেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতার পর ভারত বল হাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিয়েছিল। ১৮১ রানে শেষ হয়েছিল অস্ট্রেলিয়া দলের ব্যাটিং, অভিষেক করা বিউ ওয়েবস্টার দলের হয়ে সর্বাধিক ৫৭ রানের ইনিংস খেলেছিল। পাশাপশি ৩৩ রান বানান স্টিভেন স্মিথ। অন্যদিকে, ভারতের হয়ে প্রথম টেস্ট খেলা প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) ও মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) তিনটি করে উইকেট নিয়েছিলেন।
ভারতকে হারিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া
এরপর আবার দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ব্যর্থতা দেখা যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভারত ১৫৭ রান বানাতেই সক্ষম হয়েছিল। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ৬১ রান বানিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যদিও, ভারতীয় দলের বাঁকি ব্যাটসম্যানদের ব্যাট ছিল নিতান্তই শান্ত। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার স্কট বোল্যান্ড। এই সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ সমস্যায় ফেলেছিলেন তিনি। তৃতীয় দিনের শুরুতেই ভারত আবার একবার অলআউট হয়ে গিয়েছে।
জবাবে ব্যাট হাতে অস্ট্রেলিয়া বেশ দ্রুত সূচনা দেয়, তবে চতুর্থ ওভারেই উইকেট হারিয়ে ফেলেন ওপেনার স্যাম কনস্টাস। এমনকি মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে ৪৫ বলে ৪১ রানের দ্রুত ইনিংস খেলেন উসমান খাজা। শেষের দিকে ট্রেভিস হেড ৩৪ ও বিউ ওয়েবস্টার ৩৯ রান বানিয়ে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে। দীর্ঘ ১ দশক পর ভারতকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারালো অস্ট্রেলিয়া।