IND vs AUS: সমাপ্ত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো অস্ট্রেলিয়া দল। ১৮৪ রানে জয় ছিনিয়ে নিলো অজি বাহিনী। টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দলের হয়ে প্রথম চারজন ব্যাটসম্যান দুর্দান্ত ছন্দ দেখিয়েছিলেন। ব্যাট হাতে স্যাম কনস্টাসের ৬৫, উসমান খাজার ৫৭, লাবুশেনের ৭২ এবং স্টিভেন স্মিথের ১৪০ রান বানান। প্রথম ইনিংসে অজি দল ৪৭৪ রান বানিয়েছিল। যার জবাবে ভারতের যশস্বী জয়সওয়াল ৮২, ওয়াসিংটন সুন্দর ৫০ এবং নীতিশ কুমার রেড্ডির ১১৪ রানের ইনিংসে ভারত ৩৬৯ রান বানিয়ে ফেলে। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে ধুকতে দেখা যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া প্রথম দিনে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে আসে অজি বাহিনী। তবে মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ও প্যাট কামিন্স (Pat Cummins) দুর্দান্ত ব্যাটিং করেন। দুজনের মধ্যে ১১৬ বলে ৫৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুই ব্যাটসম্যান।
১৮৪ রানে ম্যাচ হারলো ভারত
গতকাল ১৭৩ রানেই ৯ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে শেষ উইকেটে নাথান লিয়ন (Nathan Lyon) ও স্কট বোল্যান্ডের (Scott Boland) মধ্যে ১২০ বলে ৬১ রানের পার্টনারশিপ দেখা গিয়েছিল যার দৌলতে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ২৩৪ রান খাঁড়াই করে এবং ৩৪০ রানের লক্ষ রাখে। জবাবে ব্যাটিং করতে এসে, রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালকে দীর্ঘ সময় ক্রিজে কাটাতে দেখা যায়। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মাত্র ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে এই ইনিংসে খাতা খুলতে ব্যার্থ হন লোকেশ রাহুল। এমনকি প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলিও (Virat Kohli) ৫ রান বানিয়েছেন। এরপর, ব্যাট হাতে ঋষভ পন্থ (Rishabh Pant) ৩০ রান বানান। দলের হয়ে সর্বাধিক ৮৪ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। তবে দলের বাঁকি ব্যাটসম্যানদের উইকেট তাসের ঘরের মতন ভেঙে পড়ে। জাদেজা ২, নীতিশ রেড্ডি ১, ওয়াসিংটন সুন্দর ৫*, আকাশদীপ ৭ রান বানান। ভারতীয় দলের হয়ে ব্যাটিং ইনিংস শেষ হয় ১৫৫ রানে।