IND vs AUS: অবশেষে সমাপ্ত হলো ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন। পুরো দিন জুড়েই নাটকীয় মুহূর্ত তৈরি করেছিল দুই দলের খেলোয়াড়রা। গতকাল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। প্রথম ম্যাচ খেলা স্যাম কনস্ট্যাস গতকাল ক্রিকেট বিশ্বকে তার প্রতিভার প্রমান দেখিয়েছেন। ৬০ রানের অসাধারণ ইনিংস খেলে জাদেজার বলে উইকেট হারিয়ে ফেলেন তিনি। গতকাল, মোট ৪ জন অজি ব্যাটসম্যান অর্ধ-শতরান হাঁকিয়েছেন। যার দৌলতে গতকাল ৩১১ রান বানাতে সক্ষম হয়েছিল দল। ওপেনার উসমান খাজা ৫৭, মার্নাস লাবুশেন ৭২ রা বানিয়ে গতকাল উইকেট হারিয়েছিলেন। এমনকি গতকাল জলদি আউট হয়ে যান ট্রেভস হেডও। খাতা খুলতে ব্যার্থ ছিলেন তিনি। ৩১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে ছিলেন উইকেট কিপার আলেক্স ক্যারি।
অন্যদিকে, আজ সকালে ৪৯ রানে আউট হয়েছেন প্যাট কামিন্স। বড় শট খেলতে গিয়ে উইকেট হারান নিজের। স্টিভেন স্মিথও স্টেপ আউট করে মারতে গিয়ে বোল্ড আউট হন তিনি। ১৪০ রানে শেষ হয় তারকা ব্যাটসম্যানের ইনিংস। ৪৭৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়া দলের প্রথম ইনিংস। ভারতের পক্ষ থেকে ৪ উইকেট নেন জসপ্রীত বুমরাহ, তিনটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা, দুটি পেয়েছেন আকাশ দীপ এবং ১ উইকেট নিয়েছেন ওয়াসিংটন সুন্দর। চতুর্থ টেস্টে উইকেটের খোঁজ পাননি মোহাম্মদ সিরাজ ও নীতিশ রেড্ডি দুজনেই।
Read More: IND vs AUS 4th Test: “একাই ডুবিয়ে এলো…” আশা জাগিয়েও ব্যর্থ বিরাট, জোড়া ধাক্কায় মাথায় হাত নেটজনতার !!
জয়সওয়াল-কোহলির মধ্যে গড়ে ওঠে শতরানের পার্টনারশিপ
জবাবে আজ ওপেনিং ব্যাটিং করতে দেখা যায় রোহিত শর্মাকে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করতে আসেন শর্মা। তবে, ৩ রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন রোহিত। তিনি ব্যাটিং করতে আসেন কেএল রাহুল (KL Rahul)। চা পানের বিরতির আগেই শেষ বলে উইকেট হারিয়ে ফেলেন তিনি। প্যাট কামিন্সের অসাধারণ বোলিংয়ের সামনে কোনো উত্তর ছিল না কামিন্সের। ২৪ রানে শেষ হয়েছিল তার ইনিংস। এরপর ব্যাটিং করতে এসে, বিরাট কোহলিকেও (Virat Kohli) বেশ ছন্দে দেখা যাচ্ছিল।
জয়সওয়ালের সঙ্গে কোহলির ১০২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তবে দ্রুত রান নিতে গিয়ে উইকেট হারাতে হয়েছিল জয়সওয়ালকে। ১১৮ বলে ১১টি চার ও ১ টি ছক্কায় ৮২ রান বানিয়ে উইকেট হারান তিনি। জয়সওয়াল আউট হতেই ভারতের উইকেট হারানোর প্রবণতা আবার শুরু হয়। কিং কোহলি আবার অফ স্ট্যাম্পের বাইরের বলে আউট হন। বোল্যান্ড-এর বলে ক্যারির কাছে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর নাইট ওয়াচম্যান হিসাবে ব্যাটিং করতে আসা আকাশ দীপ খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। আপাতত ভারত ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান বানিয়েছে। আপাতত ঋষভ পন্থ ৬ ও রবীন্দ্র জাদেজা ৪ রানে ব্যাটিং করছেন।