জমে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) চতুর্থ টেস্ট ম্যাচ। বক্সিং ডে টেস্টে টস জেতেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দলে শুভমান গিলের বদলে ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar) সুযোগ দেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার হয়ে দুই পরিবর্তন লক্ষ করা যায়। প্রথমে ব্যাটিং করতে এসে আজকে আগ্রাসী ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। চতুর্থ টেস্টে আপাতত চালকের আসনে উঠে এসেছে অস্ট্রেলিয়া দল। নাথান ম্যাকসুইনির বদলে আজকের ম্যাচে প্রথম বার খেলার সুযোগ পেয়েছেন স্যাম কনস্টান্স (Sam Konstas)। প্রথম কয়েক ওভারে তাকে সংঘর্ষ করতে দেখা যায়। তবে বুমরাহের মতন শ্রেষ্ঠ বোলারের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
অভিষেক ম্যাচেই শতরান হাঁকালেন কনস্টান্স
১৯ বছর বয়সী তারকা ব্যাটসম্যান বুমরাহের বিরুদ্ধে একটি ওভারে ১৬ এবং অপর ওভারে ১৮ রান বানিয়েছেন। চলতি সিরিজে ওপেনিংয়ে বড় সমস্যায় দেখা গিয়েছিল অজি দলকে, তবে আজকের ম্যাচে উসমান খাজাকেও পুরানো ছন্দ ফিরে পেতে দেখা গিয়েছে। অভিষেক টেস্টেই অর্ধশতরান জুড়ে দেন কনস্টান্স। কনস্টান্সকে আউট করতে শেষমেষ স্পিনারকে আনতে হয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma)। রবীন্দ্র জাদেজার বলে ৬৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আপাতত মধ্যাহ্নভোজন বিরতির আগে অস্ট্রেলিয়া ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১২ রান বানিয়ে ফেলেছে। দলের জয়ে আপাতত ৭৩ বলে ৩৮ রানে ব্যাটিং করছেন উসমান খাজা এবং ১২ বলে ১২ রানে ব্যাটিং করছেন মার্নাস লাবুশেন।