IND vs AUS: দুই জোড়া অর্ধ-শতরান অজি শিবিরে, দিন শেষে কামিন্সদের সংগ্রহ ৩১১ !! 1

IND vs AUS: সমাপ্ত হলো ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা। প্রথম দিনে বেশ দারুন প্রদর্শন দেখিয়েছে দুই দল। আজকের বক্সিং ডে টেস্টে টস জেতেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। পিচ দেখে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কামিন্স। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া দলের স্কোর ৬ উইকেটে ৩১১। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে অসাধারণ সূচনা দেন অভিষেক করা স্যাম কনস্টাস। তারকা খেলোয়াড় নিজের অভিষেক ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মোহাম্মদ সিরাজদের (Mohammed Siraj) বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ৬৫ বলে ৬০ রান বানিয়ে অবশেষে তিনি রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন। মেলবোর্নে রান প্রয়েছেন অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানই।

তরুণ কনস্টাস আউট হলেও দলের হয়ে এই সিরিজে প্রথম অর্ধ-শতরানের ইনিংস খেলেন উসমান খাজা। ১২১ বলে ৬টি চারের বিনিময়ে ৫৭ রান বানিয়েছেন। জসপ্রীত বুমরাহের বলে পুল করতে গিয়ে নিজের উইকেট হারান। ১৫৪ রানে দুই উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে, দলের হয়ে আবার মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ও স্টিভেন স্মিথের (Steven Smith) মধ্যে ১২৭ বলে ৮৩ রানের জুটি গড়েন। ১৪৫ বলে ৭টি চারের বিনিময়ে ৭২ রান বানান। ওয়াসিংটন সুন্দরের বলে স্টেপ আউট করে মারতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন।

Read More: অতিরিক্ত আগ্রাসী হতেই সমস্যায় পড়লেন বিরাট কোহলি, বড় শাস্তি ঘোষণা ICC’র !!

খাতা খুলতে ব্যার্থ ট্রেভিস হেড

Travis head ,ind vs aus
Travis Head | Image: Twitter

যদিও আজকের ম্যাচে ভারতের মাথা ব্যাথা ট্রেভিস হেড (Travis Head) খাতা খুলতেই ব্যার্থ হয়েছেন। বুমরাহের ড্রিম ইনসুইংয়ে পরাস্ত হন তারকা হেড। ৭ বল খেলে ০ রান বানান তিনি। এমনকি, মিচেল মার্সও বুমরাহের লেন্থ বলে পুল করতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন। মিচেল মার্সের খাতায় কেবলমাত্র ৪ রান দেখতে পাওয়া যায়। দিনের শেষের দিকে দ্রুত গতিতে রান বানাচ্ছিলেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারি (Alex Carrey)। ৪১ বলে ১ টি ছক্কার বিনিময়ে ৩১ রান বানিয়ে আকাশ দীপের শিকার হন। দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮৬ ওভারে ৬ উইকেটে ৩১১। ক্রিজে ১১১ বলে ৫টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়ে ৬৮ রানে নট আউট রয়েছেন স্টিভেন স্মিথ (Steve Smith) এবং ১৭ বলে ৮ রানে অপরাজিত অজি অধিনায়ক কামিন্স। আজকের দিন শেষে আপাতত ৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), একটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা, ওয়াসিংটন সুন্দর ও আকাশ দীপ।

Read Also: IND vs AUS 4th Test: নিজের পিঠ বাঁচাতে এই তরুণ তুর্কিকে মেলবোর্নে ‘বলির পাঁঠা’ বানালেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *