IND vs AUS: অবশেষে সমাপ্ত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। অধিনায়ক কামিন্সের নেওয়া এই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। বক্সিং ডে তে মেলবোর্নে উপচে পড়ে ভিড়। আর মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম ম্যাচ খেলা স্যাম কনস্ট্যাস দুর্দান্ত অর্ধ শতরানের ইনিংস খেলেন। প্রথম টেস্ট ম্যাচেই ভক্তদের নজর কেড়ে দিয়েছেন তিনি। ৬৫ বলে ৬০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। পাশাপশি, ওপেনার উসমান খাজা ১২১ বলে ৫৭ রান বানিয়েছেন। চতুর্থ টেস্টে আবার অসাধারণ ব্যাটিং করেন মার্নাস লাবুশেন (Marnus Labuchagne) ও স্টিভেন স্মিথ (Steven Smith)।
৪৭৪-রানে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস
ব্যাট হাতে লাবুশেন ৭২ এবং স্মিথ ১৪০ রানের ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মিথ। এই টেস্টে রান বানাতে ব্যার্থ হয়েছেন ট্রেভিস হেড (Travis Head)। ৭ বলে ০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। গতকাল ৪১ বলে ৩১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন আলেক্স ক্যারি। আজ সকালে ৪৯ রানে উইকেট হারান ক্যাপ্টেন কামিন্স (Pat Cummins)। ৪৭৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়া দলের ব্যাটিং। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), তিন উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), দুটি পেয়েছেন আকাশ দীপ এবং ১ উইকেট নিয়েছেন ওয়াসিংটন সুন্দর।