ব্যর্থতায় ভরা অভিষেক-সূর্যদের ব্যাটিং, ১৬৭ রানে থামলো টিম ইন্ডিয়ার ইনিংস !! 1

IND vs AUS: গোল্ড কোস্টে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি দুই দল। ভারতীয় দলের কথা বলতে গেলে সিরিজের তৃতীয় ম্যাচে তাঁরা ঘুরে দাঁড়িয়েছিল। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের দুর্দান্ত কামব্যাক দেখা গিয়েছিল তৃতীয় ম্যাচে। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার শুরুটা বেশ ভালোই হয়েছিল। আবার একবার অভসেক শর্মার (Abhishek Sharma) শুরুটা ছিল আগ্রাসী। পাওয়ার প্লের ভিতরেই ভারতীয় দল ৪৯ রান বানিয়েছিল। চলতি সিরিজের এই ম্যাচে ভারতীয় দলের ওপেনারদের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ লক্ষ করা গিয়েছিল।

পাওয়ার প্লে শেষ হওয়ার পর উইকেট হারিয়ে ফেলেছিল অভিষেক। ২১ বলে ২৮ রানের ইনিংস খেলে উইকেট হারান অভিষেক শর্মা। ৫৪ রানে প্রথম উইকেট হারিয়েছিল তাঁরা। তিনে আজ দেখা যায় চমক, শিবম দুবেকে উপরে ব্যাটিং করতে দেখে ভক্তরা হতবাক হন। দুবে  ১৮ বলে ২২ রান করে আউট হন। দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল আজ তাঁর ফর্মের সঙ্গে লড়াই করছিলেন। দলে জায়গা পাকা করতে বাউন্ডারি হাঁকানোর চেয়ে সিঙ্গেল ডবলে মন দিয়েছিলেন তিনি। ৩৯টি বল খেলে মাত্র ৪৬ রানই বানাতে সক্ষম হন শুভমান।

আবার ব্যার্থ টিম ইন্ডিয়ার ব্যাটিং

Ind vs aus
Australian cricket Team | Image: Getty Images

দলের হয়ে ক্যাপ্টেন সূর্যকুমার ১০ বলে ২০ রানের আগ্রাসী ইনিংস খেলে উইকেট হারিয়ে ফেলেন। ভারতের মধ্যক্রম আজ সম্পূর্ণ ব্যর্থ। তিলক ভার্মা (৫),  জিতেশ শর্মা (৩), গত ম্যাচের ব্যাটিং হিরো ওয়াসিংটন সুন্দর (১২) রান বানাতেই সক্ষম হয়েছিল। শেষের দিকে ব্যাট হাতে দলের স্কোরকে সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছিলেন  অক্ষর প্যাটেল (Axar Patel)। ১১ বলে ২১ রানের ইনিংস খেলেন অক্ষর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান বানিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ৬ ওভারে মাত্র ৪৬ রান বানাতে সক্ষম হয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট পেয়েছেন নাথন এলিস (Nathan Ellis) এবং অ্যাডাম জাম্পা (Adam Zampa)। তাছাড়া, ১টি করে উইকেট পেয়েছেন জেভিয়ার বারলেট ও মার্কাস স্টয়নিস।

Read Also: মহিলা বিশ্বকাপে সিনিয়র-জুনিয়রদের মধ্যে চুলোচুলি, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *