IND vs AUS: সমাপ্ত হলো ভারতীয় দলের ব্যাটিং। আবার একবার ব্যাটিং ধ্বস দেখা গেল ভারতীয় ইনিংসে। ব্রিসবেন গাব্বাতে প্রথমে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দল ৪৪৫ রান বানিয়ে ফেলে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ১৫২ রানের ইনিংস খেলেন ট্রেভিস হেড (Travis Head)। ভারতের বিরুদ্ধে শেষ চার ম্যাচে তিনবার শতরান হাঁকিয়েছেন হেড। হেডের পাশাপাশি, পছন্দের বিপক্ষ দলের বিরুদ্ধে শতরান হাঁকালেন স্টিভেন স্মিথ (Steven Smith)। তারকা খেলোয়াড় ছন্দে ফেরার চেষ্টায় ছিলেন এবং ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে শতরান হাঁকিয়ে পুরানো ছন্দে ফিরলেন স্মিথ।
তৃতীয় টেস্টে তিনি ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে ৮৭ তম ওভারে পরস্পর দুই উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। হেড ও স্মিথ আউট হওয়ার সাথে সাথেই ম্যাচে ফেরে ভারত। তবে, শেষের দিকে টেলেন্ডারদের সঙ্গে ১২৩ বলে ৭৭ রান বানিয়েছেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারি (Alex Carrey)। ভারতের হয়ে ছয় উইকেট নেন জসপ্রীত বুমরাহ , সিরাজ নেন ২ উইকেট এবং ১টি করে উইকেট পান নীতিশ রেড্ডি এবং আকাশ দীপ।
Read More: ইংল্যান্ডকে হারিয়ে WTC পয়েন্ট টেবিলে লম্বা লাফ কিউইদের, চাপ বাড়লো ভারতের উপর !!
ফলো-অন বাঁচলো টিম ইন্ডিয়া
![বুমরাহ-আকাশ দীপের যৌথ প্রয়াসে ফলো অন থেকে মুক্তি পেল টিম ইন্ডিয়া, চতুর্থ দিন শেষে দলের স্কোর ৯ উইকেটে ২৫২ !! 2 Ind vs aus](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/12/Akash-Boom-1024x687.png)
তবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং ধ্বস দেখা যায়। ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) দ্বিতীয় বলেই নিজের উইকেট হারান, এরপর শুভমান গিল তৃতীয় ওভারেই উইকেট হারিয়ে ফেলেন। দুই তরুণ ব্যাটসম্যান দ্রুত আউট হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) ব্যাটিং করতে আসেন, তবে তিনিও ৩ রান বানিয়ে প্যাভিলিয়ন ফেরেন। প্রথম দিনে উইকেট হারিয়ে ফেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ১২ বলে ৯ রান বানিয়ে প্যাভিলিয়ন ফেরেন তিনি।
চতুর্থ দিনের শুরুতে ১০ রান বানিয়ে উইকেট হারান রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন কেএল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। রাহুল দলের হয়ে সর্বাধিক ৮৪ রান বানান এবং জাদেজা ৭৭ রান বানান। তবে ভারতের মান সম্মান বাঁচালেন আকাশ দীপ ও জসপ্রীত বুমরাহ। দুজনের ব্যাট থেকে যথাক্রমে ২৭ ও ১০ রান বানান দুজনে। ভারত আপাতত ৯ উইকেটে ২৫২ রান বানিয়েছে। ভারতীয় দল ১৯৩ রানে পিছিয়ে থাকলেও ভারত অস্ট্রেলিয়ার ফলো অন এড়াতে সক্ষম হয়েছেন।