IND vs AUS: ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরে অস্ট্রেলিয়া পৌঁছেছিল টিম ইন্ডিয়া। অপটাস পার্থে ২৯৫ রানের ব্যাবধানে জয়লাভের পর ভারতীয় দলকে গোলাপি বলের খেলায় নাস্তানাবুদ করে ‘ক্যাঙ্গারু’-রা। আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দলদ অধিনায়ক রোহিত শর্মা। যদিও, গাব্বা টেস্টের একেবারেই আশানুরূপ করতে পারল না ভারতীয় দল। আকাশে মেঘ ও উইকেটে ঘাসের আস্তরণ দেখে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৫ টেস্ট ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ ব্রিসবেনে খেলা হচ্ছে। টিম ইন্ডিয়াতে দুটি পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও ফাস্ট বোলার হর্ষিত রানা (Harshit Rana)। তাদের দুজনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও ফাস্ট বোলার আকাশ দীপকে (Akash Deep)।
Read More: সুযোগ না পেয়ে অবসরে তারকা অলরাউন্ডার, সোশ্যাল মিডিয়ায় জানালেন সরে দাঁড়ানোর খবর !!
বৃষ্টির কারণে বন্ধ হলো খেলা
১৪ তম ওভারেই সমাপ্ত হলো প্রথম দিনের খেলা আপাতত দিনের প্রথম সেশনের খেলা সম্পন্ন হয়েছে, রোহিত বাহিনীর বোলিং আক্রমনের বিরুদ্ধে প্রথম দিন মধ্যাহ্নভোজনের আগে ২৮ রান বানিয়েছে। উইকেটে রয়েছেন উসমান খাজা (১৯) এবং নাথান ম্যাকসুইনি (৪)। প্রথম থেকেই আবহাওয়া ছিল না অনুকূল, খেলার পাঁচদিন বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। আর প্রথম সেশনের সিংহভাগই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে খেলা। শুরুর দিকে, প্রথমে পাঁচ ওভার শেষ হতে না হতেই একপশলা বৃষ্টি হয়ে যায়। যদিও কিছু বিলম্বের পর খেলা আবার শুরু হয়েছিল। কিন্তু, ১৪ ওভারের শুরুতেই ফের শুরু হয় বৃষ্টির আনাগোনা। যদিও বৃষ্টি থামার কোনো নাম না নিতে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত ভারতীয় সময় অনুসারে সকাল ৭টা ৫০ মিনিটে প্রথমদিনের মধ্যাহ্নভোজনের বিরতি ঘোষণা করা হয়েছে।