সকাল থেকে একটানা বৃষ্টিতে ভেস্তে গেল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টেস্ট ম্যাচটি। ভারতীয় সময় ভোর পাঁচটা বেজে ৫০ মিনিটে শুরু হয়েছিল দুই দলের লড়াই। টস জিতে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বিপক্ষ দলকে ব্যাটিং করতে আসার আহ্বান জানান। টসের সময় রোহিত জানিয়ে দিয়েছিলেন মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে প্রথমে বোলিং করতে চায় টিম ইন্ডিয়া। রোহিতের কথায় তাল মিলিয়ে কামিংসও বোলিং করা সিদ্ধান্ত নিতেন বলে জানান। তবে প্রথম দিনের সুবিধা তুলতে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিনে কেবলমাত্র ১৩.২ ওভার খেলা সম্ভব হয়েছে, যেখানে ভারতীয় দলের বোলাররা অজি ব্যাটসম্যানদের আউট করতে ব্যর্থ হয়েছে।
আজ দিনের শুরুতে ব্যাটিং করতে আসেন উসমান খাজা (Usman Khawaja) এবং নাথান ম্যাকসুইনি। দুজনকেই বেশ স্বচ্ছন্দের মধ্যে দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে আজ স্বচ্ছন্দে দেখতে পাওয়া যায়নি। তবে সিরিজের প্রথম ম্যাচ খেলা আকাশ দীপ বেশ দারুন বোলিং করেছেন। প্রথম ম্যাচের কথা বলতে গেলে, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে, উসমান খাজা ব্যাট হাতে ৪৭ বলে ১৯ রান বানিয়েছেন এবং নাথান ম্যাকসুইনি ৩৩ বলে ৪ রান বানিয়েছেন। দিন শেষে ২৮ রান বানিয়েছে অস্ট্রেলিয়া।