বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সমাপ্ত হলো ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় দিনের ম্যাচ, চার উইকেট হারিয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়া !! 1
KL Rahul and Rohit Sharma | Image: Getty Images

পরিসমাপ্ত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার (IND vs AUS) টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিন আজকে সকাল থেকে বৃষ্টির প্রকোপে বারম্বর বন্ধ হয়েছে খেলা। গতকাল স্টিভেন স্মিথ (Steven Smith) এবং ট্রেভিস হেডের (Travis Head) দুরন্ত ব্যাটিংয়ে নাজেহাল হয়ে পড়ে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমন। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১১৭.১ ওভার ব্যাটিং করে ১০ উইকেটের বিনিময়ে ৪৪৫ রান বানিয়েছে। দলের হয়ে সর্বাধিক ১৫২ ইনিংস টি খেলেছেন ট্রাভিস হেড (Travis Head) আবার একবার ভারতের বিরুদ্ধে নিজের ধ্বংসাত্মক মনোভাব বজায় রেখেছেন মাত্র ১৬০ বলে ১৮ টি চারের বিনিময়ে তিনি এই ইনিংসটি খেলেছেন। তাছাড়া ফর্মে ফিরেছেন স্টিভেন স্মিথ (Steven Smith) ১৯০ বলে ১০১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

৫১ রানে চার উইকেট হারালো টিম ইন্ডিয়া

Ind vs aus
IND vs AUS | Image: Getty Images

গতকাল অস্ট্রেলিয়া ৪০৫ রানে তাদের দিন শেষ করেছিল এবং আজ সকালে আবার একবার ব্যাট হাতে বেশ ভালো ছন্দ দেখিয়েছেন। উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি ৮৮ বলে সাতটি চার এবং দুটি ছক্কা ৭০ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেছেন। তিনি এমনকি ট্যালেন্ডারদের মধ্যে ক্যাপ্টেন কামিন্স (Pat Cummins) ও মিচেল স্টার্ক (Mitchell Starc) ১৮ রান বানিয়েছেন অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ৪৪৫ রান বানাতে সক্ষম হয়েছে। তবে জবাবে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের ব্যাটিং ধ্বস দেখা গিয়েছে। কেবলমাত্র ১৭ ওভারের মধ্যেই প্রথম ওভারেই দ্বিতীয় বলে উইকেট হারিয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) স্টার্কের বলে আবার একবার ছন্দহীন দেখা গিয়েছে তাকে। তাছাড়া অফ স্ট্যাম্পের বহু বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট হারিয়েছেন শুভমান গিল। তিনি বানিয়েছেন মাত্র ১ রান।

অফ স্ট্যাম্পের বাইরে খোঁচা দিতে গিয়ে আবার একবার উইকেট হারিয়েছেন বিরাট কোহলি, ১৬ বলে কেবলমাত্র ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। ঋষভ পন্থের ইনিংস বেশি টেকেনি। ১২ বলে ৯ রান বানিয়ে কামিন্স-এর  বলে আবার একবার উইকেট হারিয়েছেন তিনি। আপাতত ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কেএল রাহুল। ব্যাট হাতে ৬৪ বলে ৪ টি ৪ এর বিনিময়ে ৩৩ রানে ব্যাটিং করছেন রাহুল অন্যদিকে ৬ বলে এখনো পর্যন্ত খাতা খোলেননি ক্যাপ্টেন রোহিত। ১৭ ওভার শেষে ভারতীয় দল চার উইকেট হারিয়ে ৫১ রান বানাতে সক্ষম হয়েছে। আজকের দিনে কেবলমাত্র ৩৪ ওভার খেলা সম্ভব হয়েছে আগামীকাল ভারতীয় সময় পাঁচটা বেজে দশ মিনিটে দুই দল আবার মুখোমুখি হবে।

Read Also: IND vs AUS 3rd Test: বুমরাহকে ‘বাঁদর’ বলে বিতর্কে ঈশা গুহ, বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য চাইতে হলো ক্ষমা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *