Team india
Team India | Image: Getty Images

ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি বেশ জমে উঠেছে। দ্বিতীয় দিন শেষে আপাতত ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। ব্রিসবেন গাব্বা-তে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টেস্ট ম্যাচের কথা বলতে গেলে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসে জিতেছেন এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাপ্টেন রোহিতের নেওয়া এই সিদ্ধান্ত প্রথম দিনে কার্যকরী হত কিন্তু বৃষ্টির জন্য প্রথম দিনের খেলাটি ভেস্তে গিয়েছিল। কেবলমাত্র ১৩.২ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল ভারতীয় দল। তবে দ্বিতীয় দিনে পিচ ব্যাটসম্যানদের সুবিধা জনক হয়ে ওঠে। প্রথম দিনে অস্ট্রেলিয়া ২৮ রান বানিয়েছিল। তবে দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়া তাদের দলে দুই ওপেনার কে হারিয়ে ফেলে।

শুরুতেই উসমান খাজা ২১ রান করে প্যাভিলিয়নে ফেলেন, এরপর নাথান ম্যাকসুইনি কেবলমাত্র ৯ রান বানাতে সক্ষম হয়েছিলেন। তিনিও বুমরাহের বলে প্যাভিলিয়নে ফেরেন। তৃতীয় টেস্টে আবার একবার ছন্দ দেখান মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) স্টিভেন স্মিথের (Steven Smith) সঙ্গে একটি পার্টনারশিপ গড়ে ওঠে। তবে নীতিশ রেড্ডির বলে ১২ রানে উইকেট হারিয়ে ফেলেন লাবুশেন। ১৯০ বলে ১২টি চারে ১০১ রান বানিয়েছেন এবং ট্রেভিস হেড ১৬০ বলে ১৮টি চারে ১৫২ রান বানিয়েছেন তিনি। দুজনের মধ্যে ৩০২ বলে ২৪১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল।

৫ উইকেট নিয়েছেন বুমরাহ

Jasprit Bumrah, ind vs aus
Jasprit Bumrah | Image: Getty Images

ভারতীয় দলের হয়ে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এই পার্টনারশিপ ভেঙেছেন। তৃতীয় ম্যাচে তিনি আবার একবার ৫ উইকেট নিয়েছেন। বুমরাহের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষে ৪০৫ রান বানিয়েছে। বুমরাহের পাশাপাশি, মোহাম্মদ সিরাজ ও নীতিশ রেড্ডি একটি করে উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে উইকেট রক্ষক আলেক্স ক্যারি ও মিচেল স্টার্ক এখন ক্রিজে টিকে রয়েছেন। আগামীকাল ৫.১০ থেকে আবার দুই দলের খেলা শুরু হবে। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ, আগামীকাল জুড়ে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Read Also: IND vs AUS 3rd Test: “কাঁদিয়ে ছেড়েছে…” হেড-স্মিথের শতরানে ব্যাকফুটে ভারত, ‘সিঁদুরে মেঘ’ দেখছে নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *