রুদ্ধশ্বাস ব্যাটিং প্রদর্শন দেখিয়ে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। সিডনিতে অনুষ্ঠিত হওয়া শেষ ওডিআই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) অসাধারণ ব্যাটিং করেছেন এবং ভারতকে ম্যাচ জেতাতে বিশালভাবে সাহায্য করেছেন। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দল ২৩৬ রানে গুটিয়ে গিয়েছিল এবং ভারত ৩৮.৩ ওভারেই ৯ উইকেট হাতে রেখে গুরুত্বপূর্ণ এই জয় ছিনিয়ে নেয়।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সর্বাধিক ৫৬ রানের ইনিংস খেলেন ম্যাট রেনশো। তাছাড়া, ৪১ রান বানান ক্যাপ্টেন মিচেল মার্স (Mitchell Marsh)। ম্যাথিউ শর্টের ব্যাট থেকে এসেছে ৩০ রান। ট্রেভিস হেড (২৯), অ্যালেক্স ক্যারি (২৪), কুপার কোনোলি (২৩) এবং নাথন এলিসের (১৬) রানের ইনিংসে অস্ট্রেলিয়া দল ১০ উইকেটে ২৩৬ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতের পক্ষে ৪ উইকেট নেন হার্ষিত রানা, ২ উইকেট তুলে নেন ওয়াসিংটন সুন্দর। বাঁকি বোলাররা – মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল একটি করে উইকেট পেয়েছেন।
অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচ জিতলো ভারত

যার জবাবে ব্যাটিং করতে এসে, ভারতীয় দলের হয়ে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের এই দুই তারকা এখনও ভারতকে ম্যাচ জিতিয়ে আসছেন। ২০১৩ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হোম সিরিজ দিয়েই শুরু হয়েছিল দুই দলের যাত্রা, এখনও সেই যাত্রাপথ অব্যহত রয়ে গিয়েছে। আজকের ম্যাচে যেভাবে রোহিত ও কোহলি ব্যাটিং করেছেন তা সত্যিই অসাধারণ। ২০২০ সালের পর প্রথম বারের জন্য রোহিত ও কোহলির মধ্যে শতরানের পার্টনারশিপও দেখতে পাওয়া গিয়েছে। তৃতীয় ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছে, ১২৫ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় বানিয়েছেন অপরাজিত ১২১ রান এবং ৮১ বলে ৭টি চারে ৭৪ রান বানিয়েছেন। ভারত এই ম্যাচ জিতলেও সিরিজে ২-১ ব্যাবধানে পরাজিত হতে হয়েছে।