ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে ৫ ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফি খেলা হচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচ আপাতত খেলা হয়ে গিয়েছে। তবে পার্থ টেস্টে জয়ের আনন্দ অ্যাডিলেড পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হতাশায় পরিণত হয়। গোলাপি বলের টেস্টে টিম ইন্ডিয়ার পারফর্মেন্স ছিল খুবই সাধারণ, যে কারণে অজিদের বিরুদ্ধে লজ্জাজনক পরিণতিতে শেষ হয়েছে দ্বিতীয় টেস্ট। দিবারাত্রির টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ১০ উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। এর ফলে পাঁচ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া ১-১ এ সমতা ফিরিয়েছে। মরণ বাঁচন লড়াইয়ে এখন ব্রিসবেনে তৃতীয় ম্যাচ খেলতে হবে দুই দলকেই।
রোহিত-বিরাট’রা পড়ছেন বাদ
তৃতীয় টেস্টে (IND vs AUS) ভারতীয় দলে দেখা যাবে বড় পরিবর্তন। টিম ইন্ডিয়ার কাছে এখন প্রতিটি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় দল তিনটি টেস্টে জয়লাভ করলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যেতে পারবে। তবে সেটি যদি সম্ভব না হয় তাহলে ভারতীয় দলকে বাঁকি দলের ওপরেও নজর রাখতে হবে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা শ্রীলংকাকে হারানোর পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদেরকে এগিয়ে রেখেছে। পয়েন্ট তালিকার বিচারের শীর্ষস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে ভারতীয় দলের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সবথেকে বেশি সুযোগ থাকলেও এখন অস্ট্রেলিয়া ও ভারতের এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের উপরেই নির্ভর করছে রোহিতদের ভাগ্য।
Read More: IND vs AUS: তৃতীয় টেস্টের জন্য নয়া দল ঘোষণা বোর্ডের, ডাক পাচ্ছেন রাহানে-পূজারা !!
শুধু ভাগ্য নয়, স্কোয়াড পরিবর্তনের প্রয়োজন রয়েছে ভারতের। বেশ কিছু সূত্রের খবর দাবি জানাচ্ছে ব্রিসবেন গাব্বায় ভারতীয় দল নতুন অধিনায়ক নিয়োগ করতে চলেছে। পাশাপাশি দলের সিনিয়র খেলোয়াড়দের এই ফরম্যাট থেকে বিদায় নিতে দেখা যাবে। চলতি মৌসুমে ছন্দ হারিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) দুজনেই। প্রথম টেস্টে সেঞ্চুরি লাগালেও বিরাট কোহলির ফর্ম নিয়ে হতাশা কাটছে না ভক্তদের। জানা গিয়েছে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। এর আগেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, বিদেশের মাটিতেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
রাহুলের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব
প্রসঙ্গত প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের উপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে তৃতীয় টেস্টে অভিনব ভূমিকা অবলম্বন করতে চলেছে বিসিসিআই (BCCI)। তাদের মতে সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই তরুণরা গাব্বাতে আবার একবার ইতিহাস তৈরি করতে পারবে। তাই, তৃতীয় টেস্ট থেকে ভারতীয় দল থেকে বাদ পড়বেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) এবং রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনজন খেলোয়াড়ের বদলে দলে এন্ট্রি নিতে চলেছেন সারফারাজ খান, ধ্রুব জুড়েল এবং ওয়াসিংটন সুন্দর।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের সম্ভব্য একাদশ
কেএল রাহুল (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেট কিপার), ধ্রুব জুড়েল, ওয়াসিংটন সুন্দর, নীতিশ রেড্ডি, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।