রাহুলকে বাইরে রেখে ফেরানো হবে শুভমান’কে-

ব্যাট হাতে বর্তমানে কেরিয়ারের কঠিনতম সময় চলছে কে এল রাহুলের (KL Rahul)। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই দীর্ঘদিন রানের দেখা নেই। টি-২০ বিশ্বকাপে ব্যর্থ, রান পান নি বাংলাদেশ সফরে, দেশের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেও উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলেন নি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যাটিং-এর হালত তথৈবচ।
প্রথম টেস্টে এক ইনিংসে করেন ২০ রান। আর দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ১৭ এবং ১। লাল বলের খেলায় শেষবার অর্ধশতকের গণ্ডী পেরিয়েছেন এক বছরেরও বেশী আগে। শেষ দশ ইনিংসে মোট রান করেছেন ১২৫। প্রথম দুই ম্যাচ খেললেও তৃতীয় ম্যাচে সম্ভবত বাইরেই রাকগছে ‘টিম ইন্ডিয়া।’
রাহুলের বদলে জায়গা পেতে পারেন শুভমান গিল। একদিনের শতরান করেছিলেন তিনি। এরপর রানের লকগেট বন্ধ হয় নি তাঁর।
বাংলাদেশে জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। নয়া বছরর গোড়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে এসেছিলো শতরান। সেই কৃতিত্ব’কে তিনি ছাপিয়ে গিয়েছিলেন পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে। একটি শতরানের পাশাপাশি করেন দ্বিশতরানও। ২০৮ রানের চোখধাঁধানো ইনিংস খেলে পঞ্চম ভারতীয় হিসেবে দুইশত রানের ক্লাবের সদস্য হলেন তিনি। হলেন কনিষ্ঠতম দ্বিশতককারীও।
কুড়ি-বিশের ক্রিকেটেও অব্যাহত ছিলো শুভমানের (Shubman Gill) ব্যাটিং বিক্রম। আহমেদাবাদে কিউইদের বিপক্ষে মাত্র ৬৩ বলে তিনি ১২৬* রানের একটি ইনিংস খেলেন। তৈরি করেন একাধিক রেকর্ড। প্রথম দুই ম্যাচে না খেললেও তাই তৃতীয় ম্যাচে জায়গা পেতে পারেন তিনি।