ind vs aus

বাইরে রবীন্দ্র জাদেজা, আসতে পারেন কুলদীপ-

Jadeja | IND vs AUS | image: gettyimages
Ravindra Jadeja can be rested to manage his workload and Kuldeep Yadav can get a chance

গত বছর হাঁটুর চোটে দীর্ঘসময় ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে রবীন্দ্র জাদেজা’কে (Ravindra Jadeja)। করাতে হয়েছে অস্ত্রোপচারও। পাঁচ মাসের বিরতির পর দেশের হয়ে মাঠে নেমেই দুরন্ত পারফর্ম করছেন তিনি। নাগপুরে ব্যাট হাতে করেছেন অর্ধশতক। নিয়েছিলেন ৭ উইকেট। এছাড়াও দিল্লীতে গোটা ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। প্রথম দুটি টেস্টের দুটিতেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ম্যাচেও সাফল্য পেয়েছিলেন তিনি। ফর্মে থাকলেও তৃতীয় টেস্টে জাদেজা’কে বাইরে রাখতে পারে ‘টিম ইন্ডিয়া।’ তার প্রধান কারণ ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট।’

টেস্ট সিরিজের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে। এরপরেই রয়েছে দুই মাসব্যপী আইপিএল। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ। এই ঠাসা ক্রীড়াসূচীর মাঝে ক্রিকেটারদের মাঝেমধ্যে বিশ্রাম দেওয়া ছাড়া উপায় নেই দলের কাছে। সেই কারণেই সদ্য চোট সারিয়ে ফেরা জাদেজাকে ইন্দৌরে বাইরে রাখতে পারে ‘টিম ইন্ডিয়া।’

জাদেজার বদলে দলে আসতে পারেন কুলদীপ যাদব। বাংলাদেশে সিরিজের প্রথম টেস্টে ‘ম্যাচের সেরা’ পুরষ্কার পেয়েছিলেন কুলদীপ। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচেও তাঁর পারফরম্যান্স রীতিমত চমৎকার। সেই সুবাদেই শিকে ছিঁড়তে পারে তাঁর কপালে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *