ind vs aus

IND vs AUS: আগামীকাল থেকে ইন্দৌরের হোলকার স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও বিশেষ কারণবশত এই ম্যাচটি সরিয়ে আনতে হয়েছে মধ্যপ্রদেশে। এখনও অবধি সিরিজে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে ভারতীয় দল। প্রথম দুই টেস্টের দুটিতেই তুলে নিয়েছে জয়। নাগপুরে ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে অজিদের হারানোর পর, দিল্লীতেও কামিন্স, স্মিথদের ৬ উইকেটে ধরাশায়ী করেছেন রোহিত, কোহলিরা।

ইন্দৌরে জিতলে জটিল অঙ্কের হিসেবনিকেশকে তুড়ি মেরে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে ভারতীয় দল। সেটাই এখন প্রধান লক্ষ্য রোহিত শর্মা অ্যান্ড কোং-এর। ধারাবাহিক সাফল্যের পাশাপাশি টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রেখেছে বেশ কিছু বিষয়। কে এল রাহুলের মত তারকার অফ ফর্ম যেমন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে থিঙ্ক ট্যাঙ্কের, তেমনই ক্রিকেটারদের ঠাসা কর্মসূচী নিয়েও চিন্তায় রয়েছে ‘টিম ইন্ডিয়া’ ও ভারতীয় বোর্ড। সবদিক খতিয়ে দেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে অন্তত তিনখানি বদল আনতে পারে ‘মেন ইন ব্লু।’ রইলো তারই হদিশ।

সিরাজ আউট , উনাদকাট ইন-

Jaydev Unadkat | IND vs AUS | image: gettyimages
Jaydev Unadkat can make a comeback to the Indian squad in place of Mohammed Siraj

২০১০ সালে ডারবানে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন জয়দেব উনাদকাট। সৌরাষ্ট্রের বাঁ-হাতি পেসারের দ্বিতীয়বার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে সময় লেগেছে ১২ বছর ২০২২-এর শেষলগ্নে বাংলাদেশ সফরে মহম্মদ শামি’র (Mohammed Shami) বদলি হিসেবে জায়গা পান উনাদকাট। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন দুর্দান্ত বোলিং করে চলেছেন উনাদকাট (Jaydev Unadkat) । সদ্যই বাংলাকে হারিয়ে জিতেছেন দ্বিতীয় রঞ্জি ট্রফি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় একাদশে দেখা যেতে পারে তাঁকে। রঞ্জি ফাইনালে পাঁচ উইকেট নিয়ে উনাদকাট (Jaydev Unadkat) বুঝিয়েছেন, যে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। সেই কারণেই ইন্দৌরে শিকে ছিঁড়তে পারে তার ভাগ্যে। দলের বাইরে যেতে পারেন মহম্মদ সিরাজ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছিলো সিরাজের (Mohammed Siraj)। এরপর যত সময় এগিয়েছে ততই পরিণতিবোধ বেড়েছে হায়দ্রাবাদের পেসারের। বর্তমানে একদিনের ক্রিকেটে আইসিসি ক্রমতালিকার এক নম্বরে রয়েছেন তিনি।

বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টে এখনও অবধি সাফল্য পান নি তিনি। উইকেটের ঝুলি বিশেষ ভরে নি তাঁর। জুনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ইন্দৌর ও আহমেদাবাদেই ভারতের সামনে শেষ সুযোগ সকল বিকল্পকে পরখ করে দেখে নেওয়ার। তাই সিরাজকে বাইরে রেখে উনাদকাতের হাতে নতুন বল তুলে দিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *