দীপক হুডা
রাহুল ত্রিপাঠীর মতো দীপক হুডাকেও (Deepak Hooda) বিস্ফোরক ব্যাটসম্যানদের মধ্যে গণ্য করা হয়। মাঝের ওভারে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ক্ষমতাও রয়েছে তার। দীপক হুডা সম্পর্কে সবচেয়ে ভাল জিনিস হল যে তিনি ব্যাটিং লাইনাপ আপের যে কোন জায়গায় ব্যাট করতে পারেন। সেই সঙ্গে বড় বড় শট খেলার ক্ষমতা রয়েছে তার।
শুধু তাই নয়, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভালো পারফর্ম করার ক্ষমতা রয়েছে দীপক হুডার। ভারতীয় দল থেকে চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন শ্রেয়াস আইয়ার। দীপক হুডাও এই অর্ডারে ভালো ব্যাট করতে পারেন। সেই সঙ্গে বল হাতে বেশ কয়েকবার স্পিন বোলিং করতে পারেন তিনি। বিপক্ষ দলের জুটি ভাঙার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার।
দীপক হুডাকে এই মুহুর্তে ভারতীয় ক্রিকেটের উঠতি তারকার তকমা দেওয়া হয়। দেশের জার্সি গায়ে ১০টি ওডিআই খেলেছেন, ২৫.৫ গড়ে এবং ৮০.৯৫ স্ট্রাইক রেটে ১৫৩ রান করেছেন। শুধু তাই নয়, তিনি ৪.৭৬ ইকোনমিতে ৩ উইকেটও নিয়েছেন। সব মিলিয়ে তাকে দলে নিলে আখেরে লাভ হবে টিম ইন্ডিয়ারই। কারণ শুধু ব্যাট নয়, বল হাতেও তিনি দলকে সার্ভিস দিতে পারবেন।