মহম্মদ সিরাজ-

এই মুহূর্তে একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার মহম্মদ সিরাজ। হায়দ্রাবাদী পেসারকেও বাইরে রাখা হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচ থেকে। অজিদের বিপক্ষে টেস্ত সিরিজ জিতে বিশ্ব টেস্ত চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে টেস্টের বিশ্বখেতাবের লড়াই হবে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যদি সময়ে ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে মহম্মদ শামির (Mohammed Shami) সাথে পেস ব্যাটারির ধার বাড়াতে সামিল হবেই সিরাজই।
দশ বছর পর আইসিসি ট্রফির স্বাদ পেতে মরিয়া ভারত নিজেদের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র’কে সতর্কভাবেই ব্যবহার করতে চাইবে তার আগে। তিন টেস্ট খেলার পর চতুর্থ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল সিরাজকে (Mohammed Siraj)। প্রথম একদিনের ম্যাচেও বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। ওয়াংখেড়ের স্পিন সহায়ক পিচে সিরাজকে বসিয়ে অতিরিক্ত স্পিনার খেলাতে পারে দল। আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, এশিয়া কাপ, বিশ্বকাপ-একের পর এক বড় প্রতিযোগিতা পরপর রয়েছে এই বছর। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পথে হেঁটে সিরাজকে বাইরেই রাখবে ভারত। তাঁর জায়গায় খেলতে পারেন উমরান মালিক বা জয়দেব উনাদকাট।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur