IND vs AUS

কুলদীপ যাদব-

IND vs AUS | Kuldeep Yadav | image: Twitter
Team India can pick Chahal ahead of Kuldeep in the first ODI

টেস্ট স্কোয়াডে থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচেও মাঠে নামেন নি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ওয়াংখেড়েতে একদিনের সিরিজের প্রথম ম্যাচেও অজিদের বিপক্ষে সম্ভবত রিজার্ভবেঞ্চেই জায়গা হবে তাঁর। বাংলাদেশের চট্টগ্রামে ব্যাটে-বলে ভালো পারফর্ম্যান্স করে ‘মেন ইন ব্লু’কে প্রথম টেস্টে জয় এনে দেন তিনি।

তবুও দ্বিতীয় টেস্ট ম্যাচে জায়গা হয় নি তাঁর, একদিনের ক্রিকেট বা টি-২০তেও স্বল্প সুযোগে ভালো পারফর্ম করলেও দলে প্রতিষ্ঠিত হয় না কুলদীপের জায়গা। ওয়াংখেড়েতেও দেখা যাবে সেই দৃশ্য। রোহিত শর্মা ব্যক্তিগত কারণে খেলতে না পারায় প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে টস করতে যাবেন হার্দিক পান্ডিয়া। এর আগে টি-২০ তে হার্দিক বুঝিয়েছেন যে লেগস্পিনার হিসেবে কুলদীপ নন বরং যুজবেন্দ্র চাহাল’ই তাঁর প্রথম পছন্দ। কেই কারণেই হয়ত খেলবেন চাহাল এবং বাদ পড়বেন কুলদীপ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *