অনভিজ্ঞ উইকেটরক্ষক
সড়ক দুর্ঘটনার কারণে ঋষভ পন্থ কবে ফের মাঠে ফিরবেন তার কোন ঠিক নেই। এমন একটা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ায় জায়গা করে নিয়েছেন ইশান কিষাণ ও কেএস ভরত। এখন প্রশ্ন হচ্ছে এই দু’জনের মধ্যে কে পন্থের দায়িত্বটা পালন করবেন। খালি চোখে পরিস্কার যে এই মুহুর্তে ব্যাট হাতে ছন্দে নেই ইশান কিষাণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চরম ফ্লপ হন তিনি। এমন একটা পরিস্থিতিতে তার প্রথম দলে সুযোগ পাওয়া কঠিন। অন্যজন, অর্থা্য কেএস ভারতের অর্ন্তজাতিক ক্রিকেটে তেমন অভিজ্ঞতা নেই। তাই তিনি শক্তিশালী অজিদের বিরুদ্ধে কতটা সফল হতে পারবেন তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই।