অজি মাটিতে ভরাডুবি, শুভমান গিলের অধিনায়কত্বে ধস নামলো টিম ইন্ডিয়ার স্বপ্নে !! 1

এক অনবদ্য ম্যাচের পরিসমাপ্তি ঘটলো ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে আবার একবার ওডিআই সিরিজে ব্যার্থ। অস্ট্রেলিয়ার কাছে ২-০ ব্যাবধানে সিরিজ হারলো টিম ইন্ডিয়া। অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় দলের পরিণতি খুবই খারাপ। অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাডিলেডে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবার টস হারেন ক্যাপ্টেন শুভমান গিল। ভারতকে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল খুবই শোচনীয়।

সিরিজ হারলো টিম ইন্ডিয়া

Ind vs aus
Matthew Short | Image: Getty Images

শুরুতেই মাত্র ৯ রানের মাথায় উইকেট হারিয়ে ফেলেন শুভমান। কিং কোহলি আবার একবার খাতা খুলতে হলেন ব্যার্থ। ভারতের পক্ষে ৭৩ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা (Rohit Sharma। তাছাড়া, ৬১ রান বানান শ্রেয়স আইয়ার, ৪৪ রান বানান অক্ষর প্যাটেল ও শেষের দিকে ২৪ রানের আগ্রাসী ব্যাটিং করেন হার্ষিত রানা। ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৪ রান বানাতে সক্ষম হয়েছিল। অস্ট্রেলিয়ার পক্ষে ৪ উইকেট তুলে নেন জাম্পা, ৩ উইকেট নেন জেভিয়ার বারলেট এবং ২ উইকেট নেন স্টার্ক।

Read More: “নটঙ্কি নাচ করো..”, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়লেন শুভমান গিল !!

অস্ট্রালিয়ার পক্ষ থেকে রান তাড়া করতে নামেন মিচেল মার্স ও ট্রেভিস হেড। ১১ রানে প্যাভিলিয়নে ফেরেন মিচেল মার্স, ২৮ রান বানান ট্রেভিস হেড। তবে দলের হয়ে সর্বাধিক ৭৪ রানের ইনিংসটি খেলেন ম্যাথিউ শর্ট (Matthew Short)। পাশাপশি, ৬১ রান বানান কুপার কনোলি। ৩৬ রান বানান মিচেল ওয়েন ও ৩০ রান বানান ম্যাট রেনশো। ভারতীয় বোলাররাও যথেষ্ট চেষ্টা চালিয়েছিল অজি ব্যাটিং ভাঙার জন্য। তবে, ২২ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় অস্ট্রেলিয়া দল। ভারতের পক্ষ থেকে ২টি করে উইকেট পেয়েছেন অর্ষদীপ সিং, হার্ষিত রানা ও ওয়াসিংটন সুন্দর। ১টি করে উইকেট পেয়েছেন মোহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল। ভারতের এই পরাজয়ের সাথে সাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারতে হলো টিম ইন্ডিয়াকে।

Read Also: 4,4,2,4.. হার্ষিত রানার ভিতরে ঢুকলো কোহলির আত্মা, বেজায় খুশি গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *