IND vs AUS: পিছিয়ে পরেও দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার, প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৬৭ !! 1

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল ১৫০ রানে ১০ উইকেট হারিয়ে ফেলেছে। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৪১ রানের ইনিংসটি খেলেছেন অভিষেক করা নীতিশ রেড্ডি (Nitish Reddy)। তাছাড়া উইকেট রক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant) ৩৭ রানের ইনিংস খেলতে সক্ষম হয়েছেন। ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে আর বাঁকি কোনো খেলোয়াড়রা ৩০’ রানের গন্ডি অতিক্রম করতে সক্ষম হয়নি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন জস হ্যাজেলউড (Josh Hazlewood) ও ২টি করে উইকেট তুলে নেন  মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্স।

জবাবে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দলকে বেশ সমস্যার মুখোমুখি হতে দেখা গিয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরাহ তৃতীয় ওভার থেকেই জাদু দেখাতে শুরু করেন। বল হাতে অভিষেক করা ম্যাকসুইনি বুমরাহের আজ প্রথম শিকার ছিলেন। একই ওভারে মার্নাস লাবুশেনকে আউট করতে পারতেন বুমরাহ তবে স্লিপ অঞ্চলে ক্যাচ ফসকে ফেলেন বিরাট কোহলি। তবে অন্যদিকে সপ্তম ওভারে আবার একবার ছন্দে ফেরেন বুমরাহ, পরস্পর দুই বলে ওপেনার উসমান খাজা ও স্টিভেন স্মিথকে প্যাভিলিয়নে ফেরান। ব্যাট হাতে খাজা ৮ ও স্মিথ ০ করে প্যাভিলিয়নে ফেরেন।

Read More: IND vs AUS 1s Test: হর্ষিতের আগ্রাসনের জবাবে লাবুশেনের ‘ফ্লাইং কিস’, প্রথম দিনেই জমজমাট বর্ডার-গাওস্কর ট্রফি !!

৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া

Ind vs aus
IND vs AUS | Image: Getty Images

মিডিল অর্ডারের গুরুদায়িত্ব সামলাতে ব্যাটিং করতে আসেন ট্রেভিস হেড (Travis Head)। ব্যাট হাতে তিনি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তবে ভারতীয় দলের জার্সিতে অভিষেক করা হার্ষিত রানার (Harshit Rana) বলে প্যাভিলিয়নে ফেরেন আক্রমণাত্মক হেড। ১৩ বলে ১১ রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্স ৬ রান বানিয়ে সিরাজের প্রথম শিকার হন। একদিকে অস্ট্রেলিয়া দল সংঘর্ষ করছিল তো অন্যদিকে স্বাভাবিক ব্যাটিং করতে দেখা যায় অস্ট্রেলিয়ার মার্নাসকে।

তবে কোহলির থেকে পরামর্শ নিয়ে মার্নাসকে প্যাভিলিয়নে ফেরানোর কাজটি করেন সিরাজ। ৫২ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শেষের দিকে ক্যাপ্টেন কামিন্সকে প্যাভিলিয়নে ফেরান ভারতীয় দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন বুমরাহ। দিন শেষে ভারতীয় দলের হয়ে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ, ২ উইকেট নিয়েছেন সিরাজ ও ১ উইকেট পেয়েছেন হার্ষিত। অস্ট্রেলিয়া দল দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান বানিয়েছে।

Read Also: নিলামের আগেই চমক Chat GPT’র, বিরাট-নবীনকে রেখে আইপিএল ২০২৫’এর একাদশ ঘোষণা করলো RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *