পার্থে ভারতীয় পেসারদের ধ্বংসযজ্ঞ, ১০৪ রানে শেষ হলো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস !! 1

ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের উভয় ইনিংস দ্বিতীয় দিনের প্রথম ঘন্টার মধ্যে শেষ হয়েছে। গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়া কেবলমাত্র ১৫০ রানের মধ্যেই সব উইকেট হারিয়ে ফেলে। পার্থ টেস্টে অভিষেক করা নীতিশ রেড্ডি (Nitish Reddy) দলের হয়ে সর্বাধিক ৪১ রান বানিয়েছেন। পাশাপাশি, উইকেটরক্ষক ঋষভ পন্থ ৩৭ রানের একটি লড়াকু ইনিংস খেলেছিলেন। অজি পেসারদের তান্ডবে ভারতীয় ব্যাটসম্যানরা হয়েছেন ব্যার্থ। ১৫০ রানে ভারতীয় দলের প্রথম ইনিংস সমাপ্ত হয়।

১০৪ রানে শেষ হলো অস্ট্রেলিয়ার ব্যাটিং

Ind vs aus
IND vs AUS | Image: Getty Images

যদিও জবাবে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া দল খুব ভালো পারফর্মেন্স দেখিয়েছে তেমনটা নয়। গতকাল ৬৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। বুমরাহ-সিরাজ-রানার দুর্ধর্ষ পারফরমেন্স ব্যাকফুটে চলে আসে অজি দল। এক সকাল থেকেই অজি ব্যাটসম্যানদের উপর চড়াও ছিল ভারতীয় পেসাররা। গতকাল ম্যাকসুইনি, খাজা ও স্মিথ ছিলেন বুমরাহের প্রথম তিন শিকার। তাছাড়া দিন শেষে সিরাজের দুটি ও হার্ষিত রানা ট্রেভিস হেডের (Travis Head) গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন।

আজ দ্বিতীয় দিনের শুরুর প্রথম ওভারেই অজি উইকেট রক্ষক ব্যাটসম্যান আলেক্স ক্যারিকে ২১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরান ক্যাপ্টেন বুমরাহ। অজি টেলেন্ডাররা বেশ কিছু রান শেষের দিকে সংগ্রহ করেছে। ১০৪ রানে শেষ হলো অস্ট্রেলিয়া দলের ব্যাটিং। অজি দলের হয়ে সর্বাধিক ২৬ রান বানিয়েছেন পেসার মিচেল স্টার্ক। ভারতীয় দলের হয়ে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন জসপ্রীত বুরমাহ (Jasprit Bumrah)। পাশাপশি তিন উইকেট পেয়েছেন হার্ষিত রানা ও ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

Read Also: IND vs AUS 1st Test: পারথে চেনা মেজাজে ঋষভ, কামিন্স’কে কাঁপিয়ে দিলো পন্থের ছক্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *