IND vs AUS, 1ST TEST STATS PREVIEW: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, প্রথম ম্যাচে ভাঙতে পারে ১১ টি রেকর্ড !! 1

IND vs AUS: আগামীকাল বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় দুটি দল মুখোমুখি হতে চলেছে। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দল মুখোমুখি হতে চলেছে ২০২৪ সালের টি-টোয়েন্ট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের বিরুদ্ধে। শেষবার ২০১৪-১৫ সালে ভারতকে টেস্ট সিরিজে পরাস্ত করতে সক্ষম হয়েছিল অস্ট্রেলিয়া দল। দীর্ঘ ১০ বছরে ঘরে ও বিদেশের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে ব্যার্থ হয়েছিল অস্ট্রেলিয়া দল। তবে এবার বদলা নিতে চাইবে অস্ট্রেলিয়া, গত কয়েক বছরে দুই দলের মধ্যেই জোর টক্কর দিতে দেখা যাচ্ছে। দুই দলের মধ্যেই প্রথম ম্যাচে রোমাঞ্চমর লড়াই দেখতে উপভোগ করবে ভক্তরা। আগামীকাল প্রথম ম্যাচের আগে ভাঙতে চলেছে বেশ কয়েকটি রেকর্ড।

IND vs AUS, 1ST TEST PITCH & WEATHER REPORT

Ind vs aus
Optus Stadium | Image: Getty Images

পার্থের অপটাস স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ’টি। এই ভেন্যুতে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ প্রশ্নের জবাব দিতে হবে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতন অস্ট্রালিয়ার এই মাঠেও ড্রপ-ইন পিচের ব্যাবহার করা হয়েছে। অর্থাৎ অন্য কোনো জায়গায় পিচটি তৈরি করা হয়েছে এবং সেটিকে এই ভেন্যুতে আনা হয়েছে। এই পিচে অবশ্য ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ সমস্যায় পড়েছিল ব্যাটসম্যানরা। পিচ কিউইরেটর পিচে বাউন্স থাকার কথা জানিয়ে দিয়েছেন। এই মাঠে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া। এর আগে মোট চারটি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া এই ভেন্যুতে, সবকটিতেই অজি দল জয়লাভ করেছে। অপটাস স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় স্কোর হলো ৪৫৬।

Read More: IND vs AUS 1st Test: রোহিতের জায়গায় KL রাহুল, পারথ্‌ টেস্টে ভারতের জার্সিতে অভিষেক হচ্ছে এই তরুণের !!

অস্ট্রেলিয়াতে প্রায়শই ভালো মানের উইকেট লক্ষ করা যায়, পার্থে তার অন্যথা হবে না। টস জয়ী অধিনায়ক এখানে প্রথমে ব্যাটিং করতে পছন্দ করবেন। আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মহা সংগ্রাম। ওয়েস্ট অস্ট্রেলিয়ার পার্থে ম্যাচের পাঁচদিন কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই। ম্যাচের দিন গুলিতে সর্বোচ্চ ২৭-৩১ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লক্ষ করা যাবে এবং সর্বনিম্ন ১৩-১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ করা যাবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান থাকবে ৩৬-৫৪ শতাংশ।

ভারত বনাম অস্ট্রেলিয়া দুই দলের সম্ভব্য একাদশ

ভারত- কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, দেবদত্ত পাদিক্কাল, ঋষভ পন্থ (WK), নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, জস্প্রীত বুমরাহ (C), আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া- ট্রেভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, আলেক্স ক্যারি (WK), মিচেল মার্স, প্যাট কামিন্স (C), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জস হ্যাজেলউড।

এই ১১ টি রেকর্ড ভাঙতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ২০০০ রান বানাতে বিরাট কোহলির প্রয়োজন মাত্র ২১ রানের।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বাধিক (যৌথ) শতরানের রেকর্ড গড়তে বিরাট কোহলি/স্টিভেন স্মিথের প্রয়োজন ১ টি করে শতরানের

  • সচিন তেন্ডুলকর – ৯
  • স্টিভেন স্মিথ – ৮
  • বিরাট কোহলি – ৮
  • রিকি পন্টিং – ৮

স্মিথ ঘরের মাঠে ৬২.৬৮ গড়ে ৪,৭০১ রান বানিয়েছেন স্টিভেন স্মিথ, ৫০০০ রানের লক্ষমাত্রা ছুঁতে স্মিথের প্রয়োজন ২৯৯ রানের।

৩০০০ টেস্ট রান পূর্ণ করার দ্বারপ্রান্তে রয়েছেন কেএল রাহুল।

  • ভারতের জার্সিতে কেএল রাহুল ৫৩টি টেস্ট ম্যাচের ৯১টি টেস্ট ইনিংসে ৩৩.৮৭ গড়ে ২,৯৮১ রান বানিয়েছেন। ক্যারিয়ারে ৮ই শতরান ও ১৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।

অষ্টম অজি বোলার হিসাবে ভারতের বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে ৫০ উইকেট নেওয়ার দোরগোড়ায় রয়েছেন মিচেল স্টার্ক (৪৪)।

বর্ডার গাভাস্কার ট্রফির ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হতে রবিচন্দ্রন অশ্বিনের (১১৪) প্রয়োজন তিনটি উইকেট।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫০তম উইকেটের থেকে ১০ উইকেট দূরে রয়েছেন মোহাম্মদ সিরাজ।

আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মালিক হতে রবীন্দ্র জাদেজার প্রয়োজন ৭টি উইকেটের।

টেস্ট ক্রিকেটে ৫০তম উইকেটের মালিক হতে মিচেল মার্সের প্রয়জন ২ উইকেটের।

টেস্ট ক্রিকেটে ৩০০টি চারের মালিক হতে ঋষভ পন্থের প্রয়োজন ৩টি চারের।

টেস্ট ক্রিকেটে ৬০০ বাউন্ডারির মালিক হতে উসমান খাজার প্রয়োজন ৮টি চারের।

Read Also: IND vs AUS 1st Test Preview: ধুন্ধুমার টেস্টের জন্য প্রস্তুত পারথ্‌, ‘ফেভারিট’ অজিদের বিপক্ষে মরণপণ লড়তে মুখিয়ে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *