বৈভব‌-অর্জুনের অভিষেক, ২১ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের জন্য প্রকাশ্যে ভারতীয় দল !! 1

টেস্টে ভারতীয় দল সাম্প্রতিক সময় একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজে হারের সম্মুখীন হচ্ছে। তবে সাদা বলের ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছে ব্লু ব্রিগেডরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফি জয় করে নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যদিকে এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) এবং ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। ফলে এই টুর্নামেন্টগুলির জন্য শক্তিশালী দল তৈরি করতে চলেছে বিসিসিআই (BCCI)। তার আগে এবার নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলের বিষয় গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read More: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে নরেন্দ্র মোদীর কড়া বার্তা, কোণঠাসা BCCI !!

সূর্যকুমার-গিলের ওপর দায়িত্ব-

বৈভব‌-অর্জুনের অভিষেক, ২১ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের জন্য প্রকাশ্যে ভারতীয় দল !! 2
Suryakumar Yadav | Images: Getty Images

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) এবার ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে চলেছে। ফলে এখন থেকেই শক্তিশালী দল তৈরি করতে মাঠে নেমে পড়েছে বিসিসিআই (BCCI)। আগামী বছরের প্রথমেই ২১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে মুখোমুখি হবে ভারত। এই সিরিজের জন্য প্রায় দল গুছিয়ে এনেছেন নির্বাচকরা। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সামনে রেখেই দল সাজাচ্ছেন তারা।

রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় ২০ ওভারের দলে অধিনায়কের দায়িত্ব পেয়ে সূর্যকুমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে সাম্প্রতিক সময় ভারতীয় দল একের পর একটি ২০ ওভারের সিরিজ জয় করেছে। অন্যদিকে নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে আসন্ন সিরিজে শুভমান গিলকে (Shubman Gill) সহ অধিনায়ক হিসেবে বেছে নিতে চাইছে বিসিসিআই (BCCI)। তিনি বর্তমানে টেস্ট দলের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে দুরন্ত ফর্মে রয়েছেন। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে সহ অধিনায়ক হিসেবে গিল দায়িত্ব পেলে ভারতীয় ২০ ওভারের দল আরও মজবুত হবে।

বৈভব ও অর্জুনের অভিষেক-

বৈভব‌-অর্জুনের অভিষেক, ২১ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের জন্য প্রকাশ্যে ভারতীয় দল !! 3
Vaibhav Suryavanshi and Arjun Tendulkar | Images: Getty Images

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন একটা শক্তিশালী একাদশ তৈরি করতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই বছর আইপিএলে (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে মাত্র ১৪ বছর বয়সে দুরন্ত ব্যাটিং করে রীতিমতো চমক দিয়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। টুর্নামেন্টে একটি দুরন্ত শতরানের সঙ্গে ৭ ম্যাচে মোট ২৫২ রান সংগ্রহ করেছিলেন তিনি। বর্তমানে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন এই তরুণ তারকা।

ফলে নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে ভারতীয় দলে জায়গা পেয়ে অভিষেক করতে পারেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এছাড়াও শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকারকে (Arjun Tendulkar) নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তিনি ঘরোয়া ক্রিকেট ব্যাট এবং বল দুই বিভাগে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন। এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ১৭ ম্যাচে ৫৩২ রান তুলে নেওয়ার পর মোট ৩৭ টি উইকেট সংগ্রহ করেছেন। ফলে অর্জুন তেন্ডুলকার‌ও বিপক্ষে ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক পাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই দলে পৃথ্বী শ‌ও জায়গা পেতে পারেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য টি২০ দল-

অভিষেক শর্মা, সাই সুদর্শন, শুভমান গিল (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), পৃথ্বী শ, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অর্জুন তেন্ডুলকার, রিঙ্কু সিং, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ

Read Also: চন্দ্রকান্ত পন্ডিতের পর KKR ছাড়লেন এই দুই সদস্য, লখন‌উয়ের হয়ে সামলাবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *