IND vs ENG: ইংল্যান্ড বনাম ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্তমানে ক্রিকেট ভক্তদের মূল আগ্রহের বিষয় হয়ে উঠেছে। টানটান উত্তেজনায়পূর্ণ শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ব্লু ব্রিগেডরা। ব্যাট হাতে অবিশ্বাস্য ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন শুভমান গিল (Shubman Gill)। অধিনায়ক হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। ফলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) তৃতীয় টেস্ট ম্যাচটিতে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে থাকতে চাইছেন গিল (Shubman Gill)। এই ম্যাচে দলের সমস্যাগুলো কাটিয়ে নতুনভাবে শুরু করবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে একাদশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
Read More: KKR বা চেন্নাই নয় এই দলে যেতে চলেছেন সঞ্জু স্যামসন, ফাঁস হলো বড়ো তথ্য !!
IND vs ENG টেস্ট সিরিজের সময়সূচি-

ম্যাচ নম্বর- ৩
তারিখ- ১০/০৭/২০২৫
ভ্যেনু- লর্ডস, লন্ডন
সময়- শুরু দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পিচ রিপোর্ট-

এজবাস্টনে দ্বিতীয় টেস্টে হারের পর ইংল্যান্ডের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম (Brendon McCullum) বলেছিলেন তিনি লর্ডসে পেস এবং বাউন্স পিচ দেখতে চান। সূত্র অনুযায়ী এইভাবেই ক্রিকেট পিচ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) তৃতীয় টেস্টের জন্য ব্যবহৃত হতে যাওয়া লর্ডসের পিচের ছবি সামনে এসেছে। পুরো সবুজ এই পিচে পেসাররা বিশেষ সুবিধা পাবেন। ফলে ব্যাটসম্যানদের বড়ো ইনিংস গড়তে গিয়ে অনেকটাই সমস্যার মুখে পড়তে হতে পারে। এখনও পর্যন্ত লর্ডসে মোট ১৪৭ টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৫৩ ম্যাচে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৪৩ ম্যাচে জয়লাভ করেছে। এই পিচে প্রথম ইনিংসের গড় রান ৩১০, দ্বিতীয় ইনিংসের গড় রান ২৯৯, তৃতীয় ইনিংসের গড় রান ২৫৬ এবং চতুর্থ ইনিংসের গড় রান ১৭৫।
ভারতীয় একাদশের শক্তিশালী দিক-

এজবাস্টনে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তিনি ব্যাট হাতে একের পর এক রেকর্ড তৈরি করেন। প্রথম ইনিংসে ৩৮৭ বলে ২৬৯ রানের ইনিংস খেলেন। এরপর দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে ১৬১ রান সংগ্রহ করে বিপক্ষদের চাপের মুখে ফেলে দিয়েছেন তিনি। ফলে লর্ডসে শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) লর্ডসে আবারও ভারতীয় একাদশে জায়গা করে নিতে চলেছেন। তিনি প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করেছিলেন। ফলে তিনি তৃতীয় টেস্টে ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে।
ভারতীয় দলের সম্ভাব্য একাদশ-
ওপেনার: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল
মিডল অর্ডার: অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্থ
অলরাউন্ডার: শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর
বোলার: জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ
উইকেটকিপার: ঋষভ পান্থ