অর্জুন-বৈভবের অভিষেক, আফগানিস্তানের বিপক্ষে অপেক্ষাকৃত দুর্বল ODI দল প্রকাশ করলো BCCI !! 1

ভারত এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল। ফলে ব্লু ব্রিগেডদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য অপেক্ষা করে থাকে বিশ্বের অন্যান্য দলগুলি। আইসিসির (ICC) টুর্নামেন্টে এবং এশিয়া কাপে (Asia Cup) ভারতীয় দল নেপাল সহ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অপেক্ষাকৃত দুর্বল দলগুলির বিপক্ষেও মাঠে নেমেছিল। অন্যদিকে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের মতো ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলার লড়াই চালাচ্ছে। এই দলের বিপক্ষে এবার ব্লু ব্রিগেডরা (IND vs AFG) গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজ খেলতে চলেছে। এই সিরিজের জন্য ভারতীয় দলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read More: রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !!

অধিনায়কত্ব করবেন শুভমান গিল-

অর্জুন-বৈভবের অভিষেক, আফগানিস্তানের বিপক্ষে অপেক্ষাকৃত দুর্বল ODI দল প্রকাশ করলো BCCI !! 2
Shubman Gill | Images: Getty Images

২০২৬ সালের জুন মাসে আফগানিস্তানের সঙ্গে ভারতীয় (IND vs AFG) দলের ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলার কথা রয়েছে। এখনও পর্যন্ত আফগানরা ভারতের বিপক্ষে মোট ৪ টি ‌একদিনের ম্যাচ খেলেছে। তার মধ্যে একটি ম্যাচেও জয় তুলে নিতে পারেনি তারা। ফলে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে ভারতীয় দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছে। এই সিরিজে একাধিক তরুণ ক্রিকেটার অভিষেক করতে চলেছেন বলে জানা যাচ্ছে।

তাদের নেতৃত্বের দায়িত্ব থাকবেন শুভমান গিল (Shubman Gill)। এই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে সিরিজে ভারতীয় দল বর্তমানে পিছিয়ে থাকলেও মাঠে গিলের আগ্রাসী ভূমিকা প্রশংসিত হচ্ছে। ফলে তিনি ৩ ফরম্যাটেই ভারতীয় দলে অধিনায়ক হিসেবে আসতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

অভিষেক করবেন বৈভব, অর্জুন-

অর্জুন-বৈভবের অভিষেক, আফগানিস্তানের বিপক্ষে অপেক্ষাকৃত দুর্বল ODI দল প্রকাশ করলো BCCI !! 3
Shubman Gill | Images: Getty Images

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজে একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটারকে দলে জায়গা দেওয়া হতে পারে। শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar) দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করছেন। বর্তমানে তিনি মুম্বাই ছেড়ে গোয়ার হয়ে খেলেন। এখনও পর্যন্ত অর্জুন (Arjun Tendulkar) প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৩২ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ৩৭ টি উইকেট তুলে নিয়েছেন।

অন্যদিকে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ১৪ বছর বয়সে দুরন্ত ব্যাটিং করে ভক্তদের মন জয় করে নিয়েছেন। এই বছর আইপিএলে (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে মাঠে নেমে অবিশ্বাস্য শতরান হাঁকিয়েছিলেন তিনি। এই বছর টুর্নামেন্টে বৈভবের (Vaibhav Suryavanshi) ব্যাট থেকে ৭ ম্যাচে ২৫২ রান এসেছে। বর্তমানে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ব্যাটিং করছেন তিনি। ফলে ভারতীয় জাতীয় দলে জায়গা পেলে নতুন রুপে দেখা যাবে এই তরুণ তারকাকে।

আফগানিস্তানের বিপক্ষে ভারতের ওডিআই স্কোয়াড-

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, তিলক বর্মা, জিতেশ শর্মা, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি, অর্জুন তেন্ডুলকার, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, হর্ষিত রানা, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তী

Read Also: “শুভমান তো ধোনি বা সৌরভ নয়…” চতুর্থ টেস্টের আগে ভারত অধিনায়ককে সতর্ক করলেন বিশ্বজয়ী প্রাক্তনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *