২৩৯ রানের লক্ষ্যমাত্রা , আপাত নিরিখে নিউজিল্যান্ডের ইনিংস শেষের পর অনেকেই মনে করেছিল ভারতের এরপর ফাইনাল যাওয়াটা এরপর খালি সময়ের অপেক্ষা।কিন্তু আদপে এমনটা হয়নি , উইলিয়ামসনদের দেওয়া, এই লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে বড়োসড়ো বিপর্যয়ের মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল।দ্রুত প্রথম তিন ব্যাটসম্যান আউট হয়ে ফিরে যেতেই ঋতিমতো চাপের মুখে পড়ে যায় ভারত।ট্রেন্ট বোল্ট এবং ম্যাট হেনরির দুরন্ত বোলিংয়ের কাছে, এদিন কার্যত দিশেহারা হয়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ।এর পর রবীন্দ্র জাদেজা এবং ধোনি চেষ্টা করলেও শেষ অবধি কিছু করে উঠতে ব্যার্থ হয় ” টিম ইন্ডিয়া ” ।জয়ের থেকে মাত্র ১৮ রান দুরে থমকে যেতে হয় ভারতকে।
রস টেলর ( ৭৪ ) এবং কেন উইলিয়ামসনের ( ৬৭ ) করার মধ্যে দিয়ে এইদিন ২৩৯ রানের লক্ষ্যমাত্রা বিরাটদের সামনে রাখতে পায় কিউয়ি দল।হেনরি এবং বোল্ট ছাড়াও এদিন ভালো বোলিং করেছিলেন মিচেল স্যান্টনার।গুরুত্বপূর্ণ সময় তিনি তুলে নেন ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়ার উইকেট।এরপর জাদেজা এবং ধোনি মিলে ম্যাচ টিকে বের করার প্রবল চেষ্টা চালায় এমনকি তাদের ১০০ রানের পার্টনার শিপ ম্যাচে ভারতের জয়ের খানিকটা সম্ভাবনা তৈরী করলেও তা শেষ অবধি পূরণ হতে পারে না।
স্বাভাবিক ভাবেই এদিন ম্যাচের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টের ছয়লাপ লেগে যায়।একদিকে যেমন ভক্তদের প্রকাশ করতে দেখা যায় হতাশা, ঠিক তেমন অন্যদিকে দেশ বিদেশের নানান ক্রিকেটারেরা নিজেদের মতো করে ম্যাচে ভারতের হারের কাটাছেঁড়া করার কাজ শুরু করে।তালিকায় আছেন বিভিন্ন পাকিস্তানের ক্রিকেটারেরা ও।
এদিন ম্যাচ শেষে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার ধোনি ,জাদেজার চেষ্টার তারিফ করে ভারতের বোলিং খারাপ হয়েছে বলে জানান, পাশাপাশি অভিনন্দন জানান নিউজিল্যান্ডকে আরও একবার ফাইনালে পৌঁছনোর জন্য।শাহিদ আফ্রিদির মুখেও এই দিন প্রশংসা শোনা গেল জাদেজার।জানিয়েছেন তিনি আশা করেছিলেন ইংল্যান্ড – ভারত ফাইনালের, তাই এমন রেজাল্ট তাকে চমকিত করেছে।অন্যদিকে কামরান আকমাল ধন্যবাদ জানিয়েছেন নিউজিল্যান্ডকে আরও একবার ফাইনালে পৌঁছে যাওয়ার।
India did not bat well enough to reach the final. A resilient effort by Jadeja & Dhoni. They almost brought India back into the game.
So a big upset, New Zealand goes through to final, India knocked out. #INDvsNZ #CWC19 #semifinal— Shoaib Akhtar (@shoaib100mph) July 10, 2019
Stunning result in Manchester!! I had predicted an England-India final but NZ have been brilliant, unbelievable effort to restrict this India batting for such low total. Great game for Jadeja, hard luck India
— Shahid Afridi (@SAfridiOfficial) July 10, 2019
প্রসঙ্গত, আজ আরেক সেমি ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড – অস্ট্রেলিয়া।১৯৯২ এর পর ফের আরেকবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাওয়ার হাতছানি রয়েছে ইংল্যান্ডের।এজবাস্টনে চিরশত্রু অস্ট্রেলিয়া কে হারালেই ফের ফাইনাল খেলার একটি ছাড়পত্র পেতে চলেছে ইংল্যান্ড।এবারের বিশ্বকাপের শুরু থেকে কাপ জেতার অন্যতম দাবিদার মনে করা হচ্ছিলো ইংল্যান্ড কে, আজ তারা হারাতে পারে কি না ওয়ার্নারদের, এখন সেইটাই দেখার।