TOP5-10: ২০১৯ সালে এই সব খেলোয়াড়দের বায়োপিক মুক্তি পাবে ! 1
৪. পুলেলা গোপিচাঁদের ভূমিকায় টলিউড অভিনেতা সুধীর বাবু !

TOP5-10: ২০১৯ সালে এই সব খেলোয়াড়দের বায়োপিক মুক্তি পাবে ! 2টলিউড অভিনেতা সুধীর বাবু, জাতীয় ব্যাডমিন্টন কোচ পুলেলা গোপিচাঁদের ভূমিকাতে দেখা যাবে, যা ভারতীয় ব্যাডমিন্টনকে শিরোনামগুলিতে নিয়ে আসবে। এই ছবিটি হিন্দি ও তেলেগু ভাষায় তৈরি করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *